Latest News

High Court: রায়গঞ্জের স্কুলে শিক্ষিকার চাকরিতে বাধা, অভিযুক্ত প্রধান শিক্ষকের পদ কাড়ল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: রায়গঞ্জ করোনেশন স্কুলের শিক্ষিকা সংযুক্তা রায়কে চাকরিতে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ১৩ মাস ধরে ওই শিক্ষিকার বেতনও বন্ধ ছিল বলে অভিযোগ। সেই মামলায় এদিন কড়া রায় শোনাল কলকাতা হাইকোর্টের (high court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। প্রধান শিক্ষক কালীচরণ সাহাকে তাঁর পদ থেকে অপসারণ করা হল।

আরও পড়ুন: যা বোমা-বন্দুক আছে, ১০ মিনিটে গোটা গ্রাম ওড়ানো যাবে! তৃণমূল উপপ্রধানের বিস্ফোরক ভিডিও ভাইরাল

এখন থেকে রায়গঞ্জ করোনেশন স্কুলে কালীচরণ সাহা সহকারী শিক্ষক হিসেবে কাজ করবেন বলে জানা গেছে। এছাড়া স্বপন চক্রবর্তীকে আপাতত এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন টিচার ইন-চার্জ হিসেবে নিয়োগ করা হয়েছে।

এদিকে শিক্ষিকা সংযুক্তা রায়ের চাকরি বৃহস্পতিবারই স্থায়ী করে দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি এতদিন যে ন্যায্য বেতন তিনি পাননি কালীচরণ সাহা, স্বপন চক্রবর্তী এবং শুভাশিস বসাককে নিজের পকেট থেকে ওই বেতনের টাকা দিতে হবে বলে জানিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেতনের অঙ্ক প্রায় ৭ লক্ষ টাকা। উত্তর দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শককে এক সপ্তাহের মধ্যে সংযুক্তা রায়ের বেতনের বন্দোবস্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। মইদুর আলমকেও শিক্ষক পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আদালতে এবং বোর্ডকে ভুল তথ্য দেওয়ায় ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে মইদুরের।

You might also like