

নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেলেছে সে। রামকৃষ্ণের প্রতিবেশীরা তাঁর কাছ থেকে সেই মুরগিটি ঠিক কোন প্রজাতির তা জানতেও সারাক্ষণ প্রশ্ন করে চলেছেন। তাঁরাও চান সেই প্রজাতির মুরগি কিনতে, তাহলে এতগুলো করে ডিম পাবেন তাঁরা। আর কেই বা বেশি না পেতে চায় আজকাল!
তবে সকলে এর কারণ খুঁজে না পেলেও, বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, এটি একটি জিনগত ত্রুটি। সাধারণত দশ লক্ষ মুরগির মধ্যে একটি মুরগির এই সমস্যা হয়ে থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়।