
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবেশী (Neighbor) মুরগি (Hen) খুন করেছে! একটা না, দুটো না, এক্কেবারে ১১খানা মুরগি নাকি মেরে ফেলেছেন প্রতিবেশী। বিচার চেয়ে মরা মুরগি নিয়ে থানায় হাজির মুরগি মালিক।
জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি সর্দার পাড়ার দুই বাসিন্দা রমাপদ রায় এবং পরেশ রায়। দীর্ঘদিন ধরেই রমাপদ রায়ের মুরগি প্রতিবেশী পরেশ রায়ের জমিতে যেত বলেই জানা গিয়েছে। কিন্তু শুক্রবার ওই জমিতে মুরগি গেলেও তারা আর জ্যান্ত ফেরে না। সবকটা মুরগিই মরা।
এরপর পরেশ রায়ের বিরুদ্ধে কীটনাশক দিয়ে মুরগী মারার অভিযোগ তোলেন রমাপদ রায়। এই ঘটনা স্থানীয় পঞ্চায়েতে জানানোর পর, সেখান থেকেই থানায় পাঠিয়ে দেয় রমাপদবাবুকে।
এদিকে ঘটনায় অভিযুক্ত পরেশ রায়কে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞসা করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। যদিও অন্যান্য প্রতিবেশীদের হস্তক্ষেপে বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছে বলে জানা গিয়েছে।
বারাণসীতে ট্যাটু করিয়ে এইডস আক্রান্ত ১৪ জন! সস্তার পার্লারে সূঁচই বদল করা হয়নি