Latest News

হেলমেট বিলির নালিশ, থানায় অভিযোগ বর্ধমানের দুই তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: সহকারি রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে বর্ধমান দক্ষিণ ও উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিরুদ্ধে মামলা রুজু করল বর্ধমান থানা।

গত বৃহস্পতিবার বর্ধমানের ১০৮ শিবমন্দির এলাকায় যুব তৃণমূল কংগ্রেস ও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে পথ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে বাইক আরোহীদের হেলমেট বিলি করা হয়। বর্ধমান দক্ষিণ ও উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী খোকন দাস ও নিশীথ মালিক সেখানে উপস্থিত ছিলেন। তাঁরা হেলমেট বিলি করেন বলে অভিযোগ। এনিয়ে সংবাদ প্রকাশিত হয়।

এরপরই বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সহকারি রিটার্নিং অফিসার দুই প্রার্থীর বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ১৭১(ই) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যে ধারায় মামলাটি রুজু হয়েছে, সেটি জামিনযোগ্য। বর্ধমান থানা থেকে এ ব্যাপারে আদালতে প্রসিকিউশন রিপোর্ট পেশ করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আইনজীবীরা জানাচ্ছেন, যে ধারায় মামলা রুজু হয়েছে সেটির সর্বোচ্চ সাজা ১ বছর। এছাড়াও আর্থিক জরিমানার বিধানও রয়েছে। তবে, ধারাটি জামিনযোগ্য।

এই বিষয়ে দুই তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস ও নিশীথ মালিক কিছু বলতে অস্বীকার করেন।

You might also like