
উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি এসএলপি বা স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। সূত্রের খবর, আগামী ২৬ অক্টোবর মঙ্গলবার সেই মামলার শুনানি হবে দেশের শীর্ষ আদালতে।
হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার মামলার বড় ঘটনাগুলির তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই এই মামলায় একাধিক চার্জশিট পেশ করা হয়েছে। জেলায় জেলায় ঘুরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিবিআই রাজ্যের অনুমতি না নিয়েই তদন্ত শুরু করেছে বলে অভিযোগ তুলেছিল রাজ্য সরকার। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে শুট ফাইলও করা হয়েছিল। গতকাল শুক্রবার তার শুনানি ছিল। পরবর্তী শুনানি হবে আগামী ১৮ নভেম্বর।
অন্যদিকে আদালতে কেন্দ্রও জানায় সিবিআই তদন্তে হস্তক্ষেপ করার অধিকার রাজ্যের নেই। এদিন ৬০ পাতার হলফনামা পেশ করা হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বিএল গাভাইয়ের বেঞ্চে চলছে এই মামলার শুনানি। সেই হলফনামায় বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা যদি কোনও তদন্তভার নেয় তাতে গণতন্ত্রের কোনও ক্ষতি হয় না। সিবিআই তদন্তের অনুমোদন পেলে তা বন্ধ করার ক্ষমতাও রাজ্যের নেই। আগামী মঙ্গলবারের শুনানিতে কী হয় সেটাই এখন দেখার।