Latest News

হেডস্যার রাঁধুনির সঙ্গে লুডো খেলেন, স্কুলে রাতও কাটান! রেগে আগুন অভিভাবকরা

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বাচ্চাদের পড়ানোর দিকে ঝোঁক নেই বরং মিড ডে মিলের রাঁধুনির (cook) সঙ্গেই সময় কাটাতে বেশি ব্যস্ত থাকেন প্রধান শিক্ষক (headsir)। এমনই অভিযোগ তুললেন পড়ুয়াদের অভিভাবকরা। শুধু তাই নয়, ওই রাঁধুনির সঙ্গে তিনি নাকি রাতও কাটান। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জোর উত্তেজনা ছড়ায় নামখানার (Namkhana) বিজয় মহেশ্বরী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষক সবুজ মিদ্যা। যদিও সেই দাবি মানছেন না গ্রামবাসীরা। তাঁরা বলছেন, অবিলম্বে ওই প্রধান শিক্ষককে কাজ ছেড়ে চলে যেতে হবে। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাঁধুনির সঙ্গে পরকীয়ায় লিপ্ত প্রধান শিক্ষক। স্কুলে শিশুদের পড়াশোনার কথা প্রায় ভুলেই গিয়েছেন। রাতে কখনও স্কুলেই থেকে যান। এমনকী স্কুল চলাকালীন অধিকাংশ সময় রাঁধুনির কাছে বসেই সময় কাটে তাঁর।

ঠিক কী অভিযোগ অভিভাবকদের?

তাঁরা বলছেন, প্রধান শিক্ষক সবুজ মিদ্যা স্কুল চলাকালীন মিড ডে মিলের রাঁধুনির সঙ্গে বসে লুডো খেলেন। ওই স্কুলের ঘরেই মিড ডে মিলের রাঁধুনিকে নিয়ে রাত কাটান। এর পাশাপাশি প্রায় দিনই স্কুলের মূল গেট খোলা হয় সাড়ে ১১-১২টা নাগাদ। ফলত পড়ুয়ারা এসে দীর্ঘ সময় ধরে স্কুলগেটের বাইরেই অপেক্ষা করে। ওঁর গাফিলতির জেরে মিড ডে মিলের রান্নাও সময়মতো করা হয় না।

প্রধান শিক্ষকের এই ‘অনৈতিক’ আচরণে ক্ষুব্ধ হয়ে তাঁকে অবিলম্বে স্কুল থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান অভিভাবক-অভিভাবিকারা। খবর পেয়েই স্কুলে এসে পৌঁছন স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অরুণ রায়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ত্রিকোণ প্রেমের জেরেই সম্পর্কে ফাটল, দাবি সুজাতার! সৌমিত্র বললেন, ‘জীবন থেমে থাকে না’

You might also like