
গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের জন্য আবেদন করেছিলেন জয়প্রকাশ মজুমদার। গত বৃহস্পতিবার তাঁর সেই আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছিলেন আপাতত গ্রেফতার করা যাবে না বিজেপি নেতাকে।
বিচারপতি বলেছিলেন সাত দিনের জন্য জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি ঘটনার তদন্তে আধিকারিকদের সবরকম সহায়তা করার নির্দেশও বিজেপি নেতাকে দিয়েছিল উচ্চ আদালত।
আগামীকাল বৃহস্পতিবার হাইকোর্টের এই রক্ষাকবচের মেয়াদ শেষ হচ্ছে। আর তা বাড়ায়নি আদালত। সুতরাং প্রতারণার মামলায় বিজেপি নেতার অস্বস্তি আরও খানিক বাড়ল।