
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল হাসনাবাদের বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী কালো, ওরফে আবু কাশেম মণ্ডল। তার কাছ থেকে ৪ টি ওয়ান শাটার পাইপগান, ১০ রাউন্ড এইট এমএম কার্তুজ এবং একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার শিমূলতলা হাসপাতাল মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে খবর।
কালোর দৌরাত্ম্যে এতকাল বেশ অস্বস্তিতেই ছিল পুলিশ। বারবার তাকে ধরার চেষ্টা করা হয়েছে কিন্তু সাফল্য আসেনি। অবশেষে শুক্রবার হাতকড়ি পরল কালো।
ধৃত কালোকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিন রাতে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বরাত কে তাকে দিয়েছিল এবং কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি কালোর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে সে বিষয়েও তল্লাশি চালাচ্ছে পুলিশ।