
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই পেটে যন্ত্রণা হচ্ছিল। ক্রমশ বাড়ছিল সেই যন্ত্রণা। ডাক্তারি পরীক্ষার পর জানা যায়, পিত্তথলিতে পাথর রয়েছে। আর্থিক সঙ্গতি নেই, তাও হাজির হয়েছিলেন বেসরকারি হাসপাতালে। সেখানে স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচার করা হয় রোগিণীর। পিত্তথলি থেকে বের করা হয় পাথর। কিন্তু পাথরের পরিমাণ দেখে হতবাক হয়ে যান চিকিৎসকরা! গুনে দেখা যায়, মহিলার পিত্তথলিতে ২ হাজার ৫৪৫টি পাথর জমে ছিল (2545 gall bladder stones)।
বিরল এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া (Haroa) থানার অন্তর্গত তাহেরিয়া হাসপাতালে। পেটে তীব্র যন্ত্রণা নিয়ে বেসরকারি হাসপাতালটিতে গিয়েছিলেন মাটিয়া থানার অন্তর্গত কচুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ৬৩ বছরের শিক্ষা সাঁপুই। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখার পরেই শিখাদেবীকে জানান, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার প্রয়োজন।
দেরি না করে হাসপাতালে ভর্তি হয়ে যান শিখাদেবী। যথাসময়ে সফলভাবেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। পিত্তথলি থেকে বের করা হয় পাথর। কিন্তু সেই পাথরের পরিমাণ দেখে হতবাক হয়ে যান চিকিৎসকরা। একটা দুটো নয়, কয়েকশো-ও নয়, শিখাদেবীর পিত্তথলি থেকে বের করা হয় ২ হাজার ৫৪৫টি পাথর, যার ওজন ১৭০ গ্রাম!
গত একমাস ধরেই কষ্ট পাচ্ছিলেন শিখাদেবী। তাঁর স্বামী তারাপদ সাঁপুই একজন অবসরপ্রাপ্ত বাস কন্ডাক্টর। পরিবারটি আর্থিকভাবে বিশেষ স্বচ্ছল নয়। তা সত্ত্বেও শিখাদেবীকে নিয়ে ওই হাসপাতালে গিয়েছিলেন তাঁর পরিবারের লোকজন, কারণ এর আগেও একাধিক জটিল অস্ত্রপচারের ক্ষেত্রে সাফল্যের নজির রয়েছে তাহেরিয়া হাসপাতালের। তাছাড়া তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড ছিল। রোগিণীকে দেখার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করা হবে। শুধু ওষুধ কেনার খরচটুকু দিতে হয়েছিল তাঁদের। তারপরেই নামমাত্র খরচে অস্ত্রোপচার করা হয় শিখা সাঁপুইয়ের।
অস্ত্রোপচারের পর আপাতত সম্পূর্ণ সুস্থ রয়েছেন শিখাদেবী।
এই প্রথমবার নয়, আগেও স্বাস্থ্যসাথী কার্ডে অনেক জটিল অস্ত্রোপচার করেছেন তাহেরিয়া হাসপাতালের চিকিৎসকরা। প্রত্যেক ক্ষেত্রেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পিত্তথলি থেকে এই বিপুল পরিমাণ পাথর বের করার নজির খুব কম। ভারতে তো বটেই, সারা বিশ্বেই এই ধরনের ঘটনা হাতেগোনা। আগামী দিনেও এভাবেই যৎসামান্য খরচে মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে যেতে চান তাঁরা, জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রস্রাবের গন্ধ শুঁকে শরীরে ক্যান্সারের উপস্থিতি বুঝতে পারে পিঁপড়ে! অবিশ্বাস্য দাবি বিজ্ঞানীদের