
দ্য ওয়াল ব্যুরো: হাঁসখালি (Hanskhali) ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের আবেদন জানিয়ে বৃহস্পতিবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
হাইকোর্টে এই আবেদন জানিয়েছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। এ ব্যাপারে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তাঁর দাবি, এই আবেদনের দ্রুত শুনানি হোক।
এই মামলার শুনানির আবেদন এদিন কলকাতা হাইকোর্টে গৃহীত হয়েছে। সম্ভবত কাল শুক্রবার মামলাটির শুনানি হতে পারে।
কিছুদিন আগে রামপুরহাটের বগটুইয়ে একই পরিবারের দশ জনকে পুড়িয়ে মারার ঘটনায় রাজ্য সরকার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সেই সঙ্গে মৃতদের পরিবারপিছু একজনকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সম্ভবত তারই সূত্র ধরে হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে। হাঁসখালি কাণ্ড (Hanskhali) নিয়ে গোড়া থেকে সক্রিয় কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই। অভিযুক্ত ও তার বাবা তথা স্থানীয় তৃণমূল নেতা এখন সিবিআইয়ের হেফাজতেই রয়েছে। এখন দেখার ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে কী অবস্থান নেয় উচ্চ আদালত।
চামড়া ফুঁড়ে কানের পেছনে গেঁথেছিল গাছের ডাল, বের করলেন জলপাইগুড়ির ডাক্তাররা