Latest News

হাঁসখালিতে স্ত্রীর সামনেই স্বামীর মাথায় ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর, চিকিৎসা শুরুর আগেই মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: স্ত্রীর সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এলাকারই এক যুবকের বিরুদ্ধে (man brutally murdered)। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন স্ত্রীও।

ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি (Hanskhali) এলাকার বেনালি বাজারে। মৃতের নাম শ্রীফুল মণ্ডল। ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি বাড়ি নির্মাণের সেন্টারিং-এর কাজ করতেন। এলাকারই বাসিন্দা মিনতি মণ্ডলের সঙ্গে ২২ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। সূত্রের খবর, সোমবার মিনতি মণ্ডলের বাপের বাড়িতে মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক অনুষ্ঠান ছিল। সারাদিন সেখানেই ছিলেন মিনতিদেবী। রাতে স্বামী শ্রীফুলেরও সেখানে যাওয়ার কথা ছিল।

সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শ্রীফুলবাবুর জ্বর ছিল। তাই রাতে নিজেই ফের বাড়িতে এসে তাঁকে বাপের বাড়ির অনুষ্ঠানে নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন মিনতি। সেই মতোই শ্বশুরবাড়িতে এসে তৈরি হচ্ছিলেন তিনি। বেরোনোর আগে বাথরুমে গিয়েছিলেন মিনতিদেবী। সূত্রের খবর, সেই সময়েই প্রশান্ত বিশ্বাস নামে এক যুবক বাড়িতে ঢুকে এসে ধারালো অস্ত্র দিয়ে শ্রীফুলবাবুর মাথায় কোপ বসিয়ে দেয়।

স্বামীর চিৎকারে বাথরুম থেকে বেরিয়ে আসেন মিনতিদেবী। শ্রীফুলবাবুকে তিনি বাঁচানোর চেষ্টা করতে গেলে অভিযুক্ত প্রশান্ত তাঁকেও আক্রমণ করে। অস্ত্রের কোপ লাগে তাঁর হাতে। এরপরে তাঁরা চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। আহত শ্রীফুল মণ্ডলকে উদ্ধার করে প্রাথমিকভাবে স্থানীয় হাঁসখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁকে রেফার করা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসা শুরু করার আগেই মৃত্যু হয় শ্রীফুল মণ্ডলের।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রশান্ত বিশ্বাস বেনালি বাজার এলাকারই বাসিন্দা। সে নিজেও বাড়ি নির্মাণের সেন্টারিং-এর কাজ করে। কেন সে শ্রীফুল মণ্ডলের উপর এমন প্রাণঘাতী হামলা চালাল তা কেউই বুঝে উঠতে পারছেন না। মিনতি মণ্ডল জানিয়েছেন, তাঁর স্বামী রাজনীতি করেন না, স্বামীর কোনও শত্রু ছিল বলেও জানা নেই তাঁর। এমনকী, অভিযুক্ত একই পেশায় থাকলেও শ্রীফুলের সঙ্গে একসঙ্গে কাজে যেত না, বাড়িতেও আসেনি কোনওদিন। তাই কেন সে শ্রীফুল মণ্ডলকে খুন করল, তা নিয়ে ধন্দে মৃতের পরিবার।

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, রাস্তায় উল্টে গেল গাড়ি, মাথা থেঁতলে মৃত্যু যুবকের

You might also like