
ঘটনাটি গ্রীসের, স্কিয়াথোস এয়ারপোর্টের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এমব্রেয়ার ই১৯০ বিমানটি অবতরণ করতে আসিল রানওয়েতে। কিন্তু অনেকটা আগেই আচমকা অনেক নিচে নেমে যায় সেটি। দ্রুত গতিতে উড়ে আসে এয়ারপোর্ট সংলগ্ন বিচের উপর দিয়ে। বিচে থাকা পর্যটকেরা ভয় পেয়ে নিচু হয়ে যান। পড়েও যান কেউ কেউ।
দেখুন সেই ভিডিও।
এমনিতে স্কিয়াথোস এয়ারপোর্টটি স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নীচ দিয়ে বিমান অবতরণের জন্য বিখ্যাত। বিচের একদম পাশেই অবস্থিত এয়ারপোর্ট। পর্যটকদের প্রায়ই দেখা যায়, খুব কাছ দিয়ে উড়ে যাওয়া বিমানের সঙ্গে সেলফি তুলতে।
এক পর্যটক তাঁর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে লিখেছেন, “কাছ থেকে বিমান ওঠা-নামা দেখার জন্য এই বিমানবন্দরটি বিখ্যাত। আমরাও সে রকমই নামা-ওঠাকর দৃশ্যের ছবি ও ভিডিও তুলব বলে গিয়েছিলাম। কিন্তু এরকম অবিশ্বাস্য নীচ দিয়ে প্লেন উড়ে যাওয়ার সাক্ষী থাকব, তা ভাবিনি।”