
দ্য ওয়াল ব্যুরো: জ্ঞানবাপী মসজিদের মামলা (Gyanvapi Mosque case) আগামীকাল শুক্রবার পর্যন্ত স্থগিত রাখতে হবে, বারাণসীর নিম্ন আদালতকে এদিন তেমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হিন্দুপক্ষের আইনজীবী জানান, সিনিয়র অ্যাডভোকেট হরিশঙ্কর জৈন অসুস্থ। তাই এই মামলা যাতে একদিন পর আদালতে ওঠে সেই আর্জি শীর্ষ আদালতে জানিয়েছেন তিনি। তাঁর আর্জিতে সাড়া দিয়েই সুপ্রিম কোর্ট বারাণসীর ট্রায়াল কোর্টকে শুক্রবারের আগে মামলা না শোনার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: প্যাঙ্গং লেকের ওপর বিশাল সেতু বানাচ্ছে চিন, অস্ত্রশস্ত্র-সাঁজোয়া গাড়ি পারাপার করবে
এই মামলা আগামীকাল সুপ্রিম কোর্টে উঠবে (Gyanvapi Mosque case)। সেখানেই শুনানি হবে বিকেল ৩টে নাগাদ।
বারাণসীতে বিতর্ক, বিবাদের মূলে মসজিদ এলাকায় থাকা হিন্দু মন্দিরে সারা বছর পুজো করার অনুমতি চেয়ে মামলা। সোমবার সেখানে আর একটি মামলায় নিম্ন আদালত মসজিদ চত্বরে থাকা কুয়োটি ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে। আদালতের নির্দেশে চলা সমীক্ষা চলাকালে কুয়ো থেকে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তা সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। একইসঙ্গে শিবলিঙ্গের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে মুসলিমদের প্রার্থনায় যাতে সমস্যা না হয় সেটাও দেখতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল, শুনানির আগে জ্ঞানবাপী মসজিদে মুসলমানদের প্রবেশে কোনওভাবে বাধা দেওয়া যাবে না। এখন দেখার শীর্ষ আদালতে আগামীকাল কী হয়।