Latest News

ফুচকার জলে প্রস্রাব করছেন বিক্রেতা! গুয়াহাটির ভিডিও দেখে গা গুলিয়ে উঠছে নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: ফের ফুচকায় প্রসাব মেশানোর অভিযোগ উঠল গুয়াহাটিতে। এক ফুচকা বিক্রেতা এই অপকর্ম করতে গিয়ে ধরা পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

জানা গেছে অভিযুক্ত ওই ফুচকা বিক্রেতা অসমের বাসিন্দা। গুয়াহাটির রাস্তায় তিনি এই কাজ করেছেন। গোটা বিষয়টার ভিডিও ভাইরাল হতেই আঁতকে উঠেছেন নেটিজেনরা।

ফুচকা দেখলেই জিভে জল আসে না এমন লোক খুব কম আছে। সেই সাধের ফুচকার এই হাল দেখে ক্ষোভও উগরে দিয়েছেন কেউ কেউ। কেউ আবার জানিয়েছেন এরপর থেকে ফুচকা খাওয়ার আগে দু’বার ভাববেন।

ভাইরাল ভিডিওটি কুড়ি সেকেন্ডের। তাতে পরিষ্কার দেখা গিয়েছে, ফুচকার জলের পাত্রে প্রস্রাব করছেন বিক্রেতা। তারপর সেই জলটাই ফুচকায় ব্যবহার করছেন তিনি।

২০ অগস্ট এই ভিডিওটি টুইটারে পোস্ট করেন মামুন খান নামের জনৈক ব্যক্তি। এই ভিডিওর সূত্রেই অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গুয়াহাটির ফুচকা বিক্রেতাকে না হয় আটক করা গিয়েছে। কিন্তু অনেকেই বলছেন, গোটা ভারতবর্ষে এমন আরও কত ফুচকাওয়ালা রয়েছে যারা হয়তো গোপনে এই একই কাজ করেন। ফুচকা খাওয়া কি নিরাপদ, প্রশ্ন তুলেছেন অনেকে।

You might also like