Latest News

কলকাতায় দমকা হাওয়ার দাপট, ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছে শহরতলিও

দ্য ওয়াল ব্যুরো: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে, আগেই সে বিষয়ে সতর্ক করেছিল আলিপুরের হাওয়া অফিস (Weather)। শুক্রবার বিকেলে কলকাতায় (Kolkata) সেই পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। ঝিরঝিরে বৃষ্টি তো আছেই, সঙ্গে দেখা গেল ঝোড়ো হাওয়ার তাণ্ডব (Gust Wind)।

এদিন দুপুর গড়িয়ে বিকেল হতেই দেখা যায় হাওয়ার বেগ বাড়ছে। মাঝেমধ্যেই দমকা হাওয়া দিচ্ছে। তা উড়িয়ে নিয়ে যাচ্ছে সবকিছু।

শুধু কলকাতা নয়, শহরতলিতেও দমকা হাওয়া দাপট দেখাচ্ছে থেকে থেকেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ঝোড়ো হাওয়ার এমন দাপট থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সমুদ্রঘেঁষা জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমটার বেগে হাওয়া বইতে পারে। কলকাতা, হাওরা, হুগলির মতো এলাকায় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ৩০ সেকেন্ডের টর্নেডোয় তছনছ সন্দেশখালি! ঘরছাড়া হাজার হাজার মানুষ

দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শনিবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হবে। দিঘা, মন্দারমণি ও শংকরপুরের মতো জায়গায় যাঁরা ঘুরতে গিয়েছেন, তাঁদের শনিবার পর্যন্ত ঘরেই আবদ্ধ থাকতে হবে।

আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস পড়ুন এই লিঙ্কে ক্লিক করে

You might also like