Latest News

গুড়াপের হাসপাতালে প্রসবের পরদিনই মৃত্যু মায়ের! আত্মীয়দের রোষে আহত থানার ওসি

দ্য ওয়াল ব্যুরো: প্রসূতি মৃত্যুর (Death) অভিযোগে ফের ভাঙচুর (Vandalism) হাসপাতালে (Hospital)। অভিযোগের তির একটি বেসরকারি হাসপাতালের দিকে।

ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপে।মৃতার নাম অনিন্দিতা মালিক। তিন বছর আগে হাসামপুরের বাসিন্দা অনিন্দিতার সঙ্গে বিয়ে হয় চণ্ডীতলার বরিজহাটির সুশান্ত মালিকের। কর্মসূত্রে মুম্বইতে থাকেন সুশান্ত।

সূত্রের খবর, বুধবার রাতে প্রসব বেদনা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন অনিন্দিতা। রাতে সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। রোগীর পরিবারের দাবি, তাঁদের জানানো হয়, মা এবং সন্তান দুজনেই ভাল আছেন। সেই শুনে রাতেই বাড়ি চলে যান তাঁরা।

পরদিন সকালে নার্সিংহোমে এলে তাঁদের জানানো হয়, মৃত্যু হয়েছে অনিন্দিতার। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির বাড়ির লোকজন। তাঁদের দাবি, হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয়েছে অনিন্দিতার। এরপরেই শুরু হয় বিক্ষোভ, ভাঙচুর চালানো হয় নার্সিংহোমে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় গুড়াপ থানার পুলিশ। অশান্তি থামাতে সামান্য লাঠিচার্জ করতে হয়। ঘটনায় আহত হয়েছেন গুড়াপ থানার ওসি প্রসেনজিৎ ঘোষ।

উলুবেড়িয়া লোকালের বগি খুলে গেল হঠাৎ। আবদা স্টেশনের মুখে হুলস্থূল

You might also like