Latest News

যোগী রাজ্যে বিয়েতে বুলডোজার যৌতুক দিলেন মেয়ের বাবা

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যোগী আদিত্যনাথের সরকারকে বিরোধীরা ‘বুলডোজার সরকার’ বলে কটাক্ষ করে থাকে। দাগী অপরাধীদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে যোগীর প্রশাসন। যোগী রাজ্যে সেই বুলডোজার এবার উঠে এল যৌতুকের তালিকায়।

বিয়েতে যৌতুক হিসাবে দু-চাকা, চারচাকা দেওয়ার চল পুরনো। উত্তরপ্রদেশের হামিরপুরের এক পিতা বিয়েতে যৌতুক হিসাবে বুলডোজার দিয়েছেন। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। তাঁর বক্তব্য, গাড়ি দিতেই পারতাম। কিন্তু সেটা আর ক’দিন ব্যবহার হবে। গ্যারাজেই থাকবে বেশিরভাগ দিন। কিন্তু রাজ্যে বুলডোজারের চাহিদা এখন তুঙ্গে। তাই মেয়ে-মেয়ের জামাইকে বুলডোজার দিয়েছি। এতে ওদের আয় হবে, দু-চারজনের কাজও জুটবে। তিরিশ লাখ খরচ করে তাই বুলডোজার দিয়েছেন।

হামিরপুরের সুমেরপুর থানা এলাকার দেব গ্রামের বাসিন্দা বিকাশ ওরফে যোগেন্দ্র বায়ুসেনায় কর্মরত। তাঁর বাবা স্বামীদিন চক্রবর্তী ছেলের বিয়ে ঠিক করেন, পাশের গ্রামের একজন প্রাক্তন সেনা সদস্য পরশরাম প্রজাপতির মেয়ে নেহার সঙ্গে। নেহা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন।

চিন নিয়ে রাহুলের মন্তব্যে ময়দানে টিম-মোদী, বাকযুদ্ধে বিজেপি-কংগ্রেস

গত পরশু ১৫ ডিসেম্বর স্থানীয় একটি গেস্ট হাউসে ধুমধাম করে নেহা-যোগেন্দ্রের বিয়ে হয়। পরদিন সকালে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় বুলডোজারটি দিয়ে সবাইকে চমকে দেন কনের বাবা। বরের বাবা স্বামীদিন বলেন, ‘পুত্রবধূর বাবা আমাদের বুলডোজার দেওয়ার কথা বলেছিলেন। আমরাও তার সঙ্গে একমত।’ তবে উপহারে বুলডোজার দেখে চমকে ওঠেন বরযাত্রীরা। অনেকেই সেটির সঙ্গে সেলফি তুলতে শুরু করেন।

কনে নেহা বলেন, বুলডোজার দেওয়ার পেছনে বাবার যুক্তি হল, যৌতুকে গাড়ি দিলে সেটি তেমন একটা ব্যবহার হত না। বুলডোজারটি হবে আমাদের আয়ের উৎস। আমি সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাকেও আমার স্বামীর কাছে টাকা চাইতে হবে না।

বুলডোজার পেয়ে খুশি জামাই যোগেন্দ্রও। তিনি বলেন, ‘আমি সেনা বাহিনীতে কাজ করি। এই চাকরিতে গাড়ি চালানোর সময় কোথায়? শ্বশুর মশাই গাড়ির পরিবর্তে বুলডোজার দিয়ে ভালই করেছেন। আমাদের দু’জনের রোজগার হবে।’

You might also like