Latest News

আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি! গ্রিন ইগুয়ানা আর শাঁখামুটি সাপের ছানা এল কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: শনিবার ছিল বিশ্ব সর্প দিবস (World Snake Day)। অর্থাৎ পৃথিবীর আনাচে কানাচে যেখানে যত সাপ ছড়িয়ে আছে, শনিবারটা ছিল তাদের দিন। আর সেই সর্প দিবস পালিত হল কলকাতার আলিপুর চিড়িয়াখানাতেও (Alipore Zoo)। সেখানে এই বিশেষ দিনে নিয়ে আসা হল নতুন অতিথিদের।

শনিবার আলিপুর চিড়িয়াখানায় আনা হয়েছে গ্রিন ইগুয়ানা (Green Iguana) নামক সরীসৃপকে। এছাড়াও কিছু গোসাপ আর শাঁখামুটি সাপের ছানাও (Snakes) আনা হয়েছে আলিপুরে।

snakes
শাঁখামুটি সাপ

নতুন এই অতিথিদের অবশ্য এখনও দর্শকদের সামনে আনা হয়নি। সবে তারা নতুন বাসায় এসেছে। কিছুদিন তার সঙ্গে ধাতস্থ হতে সময় লাগবে। তারপর তাদের চিড়িয়াখানার দর্শকদের সামনেও নিয়ে আসা হবে বলে খবর। খুব শিগগিরই নতুন অতিথিদের দেখতে পাবেন মানুষ।

গ্রিন ইগুয়ানা আলিপুর চিড়িয়াখানায় এই প্রথম। এটি সরীসৃপ জাতীয় প্রাণী, অনেকটা গিরগিটির মতো দেখতে। তবে রং বদল করতে পারে না। এই প্রাণী তৃণভোজী, এদের ধারালো দাঁত রয়েছে, তবে বিরক্ত না করলে মানুষকে এরা কামড়ায় না।

আরও পড়ুন: গরমে সাপের গলা শুকিয়ে কাঠ! জল খাইয়ে দিলেন পরিবেশকর্মী, দেখুন ভিডিও

You might also like