
দ্য ওয়াল ব্যুরোঃ দিদাকে আছড়ে মেরে ফেলল নাত জামাই (Grand Mother Murder)! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার (Bankura) ইন্দাসের মঙ্গলপুরের বেহার গ্রামে। মৃত বৃদ্ধার নাম উমা মাঝি। বয়স ৬০ বছর ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই বৃদ্ধা নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তখন চোখে-মুখে জল দিয়ে সুস্থ চেষ্টা করার চেষ্টা করছিল। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসে। পরিবারের অন্যান্যরা সদস্যরা এসে হাজির হয়। নাতজামাই রাজ পোড়েলও এসেছিলেন। পরিবারের অভিযোগ, নাতজামাই মদ্যপ ছিলেন। তিনি এসেই অসুস্থ দিদাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে বাড়ির পাশের একটি মন্দিরে চলে যান। পরিবারের বাকি সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও লাভ হয়নি। এরপরই সে উমা মাজিকে মন্দিরের চাতালে আছাড় মারে বলে অভিযোগ। পরিবারের বাকি সদস্যদের দাবি, বাধা দিতে গেলে নাতজামাই তাদের মারধর করে। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে এলে তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ইন্দাস থানার পুলিশ। বৃদ্ধার দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত নাতজামাইকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় হতবাক এলাকার মানুষ।
বগটুই নিয়ে রূপার হাউমাউ কান্না রাজ্যসভায়, দাবি রাষ্ট্রপতি শাসনের