Latest News

মোদীর ‘পরীক্ষা পে চর্চা’, সরকারের খরচ ২৮ কোটি

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের বাৎসরিক পরীক্ষার আগে পড়ুয়া ও তাদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কেন্দ্রের শিক্ষামন্ত্রক আয়োজিত এই কর্মসূচির নাম ‘পরীক্ষা পে চর্চা’ (‘Pariksha Pe Charcha’)। ২০১৮ থেকে এ পর্যন্ত পাঁচবার অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি।

কেন্দ্রের (government) শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন, এই খাতে সরকারের এ পর্যন্ত ২৮ কোটি টাকা খরচ হয়েছে। এরমধ্যে অবশ্য এবারের খরচ ধরা নেই। প্রসঙ্গত, প্রথম দু’ বছর এই কর্মসূচি দিল্লির তালকোটরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েদের সেখানে নিয়ে যাওয়া হত। করোনার সময়ে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। প্রথম বছর খরচ হয়েছিল তিন কোটি ৬৭ লাখ টাকা। ২০১৯, ২০২০ এবং ২০২১-এ খরচ হয়েছে যথাক্রমে চার কোটি ৯৩ লাখ, পাঁচ কোটি ৬৯ লাখ এবং ছয় কোটি টাকা। গত বছর খরচ হয়েছে আট কোটি ৬১ লাখ টাকা।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পড়ুয়াদের পরীক্ষা নিয়ে নানা পরামর্শ দেন। নিজেকে চাপ মুক্ত রাখার নানা উপায় বাতলান। অভিভাবকদেরও বলেন, ছেলেমেয়েদের উপর প্রত্যাশার চাপ না বাড়াতে। বিরোধীরা নানা সময়ে এই কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য, এইভাবে সরকারি অর্থ খরচ করা হচ্ছে কেন। সরকার যদি পড়ুয়াদের পাশে থাকতেই চায় তাহলে পেশাদারদের দিয়ে পরামর্শ দেওয়ার আয়োজন করা হোক।

কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, এ বছর প্রধানমন্ত্রীর ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল ৩৮ লাখ ছেলেমেয়ে। যা গতবারের তুলনায় ১৫ লাখ বেশি। এ থেকেই বোঝা যায়, অনুষ্ঠানটি কতটা জনপ্রিয়তা অর্জন করেছে।

হাঁসখালিতে স্ত্রীর সামনেই স্বামীর মাথায় ধারালো অস্ত্রের কোপ প্রতিবেশীর, চিকিৎসা শুরুর আগেই মৃত্যু

You might also like