
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার মোদী সরকারের জরিমানার মুখে পড়ল গুগল (Google)। একই সপ্তাহে দু’বার। এবার পেমেন্ট অ্যাপ এবং ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেমের প্রচার করার অভিযোগে ৯৩৬ কোটি ৪৪ লক্ষ টাকা করা হল বিশ্বের জনপ্রিয় এই সার্চ ইঞ্জিনকে।
এই নিয়ে মোট ২ হাজার ২৭৪ কোটি টাকা জরিমানা হল গুগলের। এর আগে ‘প্রতিযোগিতামূলক মানসিকতার অভাবে’র কারণে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (Competition Commission of India) এই সার্চ ইঞ্জিনকে ১৩৩৭.৭৬ কোটি টাকা জরিমানা ধার্য করেছিল। কিন্তু সেই হুঁশিয়ারিতেও বদলায়নি চিত্র।
প্রথমবার জরিমানা করার সময় কেন্দ্রীয় সংস্থার বক্তব্য ছিল, প্রভাব খাটিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য বিস্তার করছে গুগল। এর ফলে প্রতিযোগিতামূলক মানসিকতা নষ্ট হচ্ছে। যদিও এই শাস্তির পর গুগল বলেছিল, এতে ভারতীয় ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়তে পারে।
এদিন ভিন্ন আর এক কেসে ৯৩৬ কোটি টাকা জরিমানা করল সিসিআই। যদিও এখনও এই নিয়ে কিছু জানায়নি গুগল। তবে সংবাদমাধ্যম সূত্রের খরব, এই জরিমানার বিষয়ে পুনর্বিবেচনার আর্জি জানাতে পারে এই সার্চ ইঞ্জিন সংস্থা।