Latest News

উনিশের লোকসভা ভোটের আগে অনলাইন বিজ্ঞাপনের উপর নজরদারি চালাবে গুগল

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট এখন অনেক দেরি। তবে, সবজান্তা গুগল কিন্তু থেমে নেই। অনলাইনে ভোটের বিজ্ঞাপনগুলিকে পরখ করতে এবার তৎপর গুগল। কাজটা বেশ অভিনব। ভোটের আগে অনলাইনে ছড়িয়ে পড়ে বিভিন্ন বিজ্ঞাপন ও ভিডিও। যা নজরদারির অভাবে অনেক সময় উস্কানিমূলক হয়ে ওঠে, কখনও ভুল তথ্যও ছড়িয়ে দেয়। এই সবকিছু রুখতেই কোমর বেঁধে নামল গুগল। খুব তাড়াতাড়ি ভোটের বিজ্ঞাপনে চলবে গুগলের কড়া নজরদারি। এদিক-ওদিক হলেই বিজ্ঞাপনকারীকে তা জানিয়ে সজাগও করা হবে। ইতিমধ্যেই ভারতের গুগলের দফতরগুলিতে শুরু হয়েছে কাজ। দেশি-বিদেশি বিজ্ঞাপন সংস্থাগুলির সঙ্গে কথাও চলছে।

ভারতে গুগলের ট্রাস্ট ও সেফটি ডিরেক্টর সুনীতা মোহান্তির নেতৃত্বে গোটা বিষয়টি পরিচালিত হবে। সুনীতা জানাচ্ছেন, আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে এই যাচাইয়ের কাজ ইতিমধ্যেই করেছে গুগল। যেখানে অনলাইনে টাকা দিয়ে চলা ভোটের বিজ্ঞাপন বা ভিডিও খতিয়ে দেখা হয়েছে। কোনওরকম ছোট-বড় ত্রুটি থাকলে তা জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপনকারী সংস্থাগুলিকে। এর ফলে ভোটের স্বচ্ছতাও বজায় থেকেছে বলে মনে করছেন তিনি।

মোদী-শাহ কি উদ্বেগে! ভোটের আগে বিজেপি ছাড়ার হিড়িক, রাজস্থানের এমপি গেলেন কংগ্রেস

এক্ষেত্রে , দেশি -বিদেশি সংস্থাগুলিকে বিজ্ঞাপন সংক্রান্ত  সমস্ত তথ্য গুগলকে জানাতে হবে। গুগল তাদের অ্যাকাউন্ট অ্যাক্সেসও দেবে। যাতে , যে কোন সময় নিজেদের বিজ্ঞাপনে কাঁচি চালাতে পারেন বিজ্ঞাপনকারীরা। গুগলে গিয়ে সেই ভিডিও বা বিজ্ঞাপনের নাম লিখে সার্চ করেও এডিট করতে পারেন তাঁরা।

কিন্তু কীভাবে চলবে এই নজরদারি। সুনীতা জানাচ্ছেন, মার্কিন ভোটে যে পদ্ধতিতে নজরদারি চলেছে, ভারতের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। যেখানে বিজ্ঞাপনের সত্যতা যাচাইয়ের রিপোর্ট প্রত্যেক সপ্তাহে জমা দিতে হবে। এই কাজটির জন্য বিশেষ টিম থাকবে। যারা ২৪ ঘণ্টা নির্বাচন সংক্রান্ত সমস্ত বিজ্ঞাপন, ভিডিওর সত্যতা খতিয়ে দেখবে।এছাড়াও প্রোডাক্ট কন্ট্রোলের উপরও নজর থাকবে। অর্থাৎ, বিজ্ঞাপন ও ভিডিওর মান খতিয়ে দেখা হবে। আপলোড হওয়া ভিডিও, বিজ্ঞাপন যাতে চুরি করা বা নকল না হয় সেই দিকে নজর দিয়ে তৈরি হবে প্রোডাক্ট কন্ট্রোলের রিপোর্ট।

লোকসভা ভোটের আগে এই দুই বিষয়ের উপর কাজ শুরু করবে গুগল।এখনও হাতে অনেকটা সময় আছে বলেই মনে করছেন সুনীতা মোহান্তি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

You might also like