Latest News

মন ভাল নেই বলে ছুটি নিয়েছিলেন ইঞ্জিনিয়ার, গভীর রাতে ইমেল করে ছাঁটাই গুগলের

দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েক সপ্তাহ ধরে মানসিক চাপ প্রচণ্ড ছিল। তাই কয়েকদিনের ছুটি নিয়েছিলেন গুগল ইঞ্জিনিয়ার। কিন্তু তার পরিণাম যে এমন হতে পারে তা ঘুণাক্ষরেও টের পাননি আলি নেইল। রাত ২টো সময় ইমেলের নোটিফিকেশন দেখেই হাত-পা ঠান্ডা হয়ে যায় তাঁর। জানতে পারেন, তাঁকে ছাঁটাই করে দিয়েছে বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা (Google)।

দুর্দশার কথা সমাজমাধ্যম লিংকডিনে এসে নিজেই জানিয়েছেন ২৪ বছরের যুবক। তাঁকে কেন বরখাস্ত করা হল, তার কোনও সদুত্তর তিনি পাননি বলেও আলি জানিয়েছেন। তাঁর অভিযোগ, কোনও কর্মী মানসিক ভাবে বিধ্বস্ত থাকলে, তাঁকে ছাঁটাই করে আরও বিধ্বস্ত করছে গুগল (Google)।

তাঁর কথায়, বিগত কয়েক সপ্তাহ ধরে স্ট্রেস বাড়ছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাই কিছুদিনের ছুটি নিয়েছিলেন। কাজে ফেরার আগের দিন রাত ২টোয় জানতে পারেন যে তাঁর আর চাকরি নেই। ছাঁটাইয়ের খবরে তিনি আবার ভেঙে পড়েছেন।

সদ্য বাবা-মা হওয়া এক যুগলকেও এক সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করার জন্য ‘অমানবিক’ তকমা পেয়েছে গুগল। কোনও নোটিস ছাড়াই একই সময়ে ইমেল পাঠিয়ে দু’জনকেই ছাঁটাই করা হয়।   ১০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করা কর্মীদেরও রেয়াত করছে না গুগল। গত ১৮ জানুয়ারি একসঙ্গে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মাইক্রোসফট। সম্প্রতি গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

You might also like