Latest News

সার্চ হিস্ট্রি জমছে, ডিলিট করতে ভুলে যান? গুগল ক্রোমে নয়া ফিচারে মিলবে সমাধান

দ্য ওয়াল ব্যুরো: কিছু জানতে হলেই মানুষ এখন গুগলের শরণাপন্ন হন। মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে গুগল। তাই এই টেক জায়ান্টই তার ব্যবহারকারীর তথ্য সুরক্ষার ব্যাপারে জোর দেয় সবসময়। ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা আঁটোসাঁটো করতে এবার গুগল আনতে চলেছে একটি নয়া ফিচার। যা ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর কাছে উপলব্ধ। সেই ফিচারটিই এবার ওয়েব ভার্সনে আনছে গুগল (Google Chrome)। এই নতুন ফিচারের মাধ্যমে শেষ ১৫ মিনিটের গুগল অনুসন্ধানের ইতিহাস (Search History) মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা!

আপনি গুগুলে যা কিছুই সার্চ করুন না কেন সেটাই জমা হয় আপনার সার্চ হিস্ট্রিতে। অনেক সময় আপনি এমন কিছু সার্চ করে থাকেন যার গোপনীয়তা রক্ষা করার বিষয়টি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সার্চ হিস্ট্রি আপনি ডিলিট করতে ভুলে যান। এবার থেকে সেই সমস্যারই সমাধান আনছে গুগল।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ওয়েব ব্যবহারকারীদের জন্য গুগল ক্রোম ‘কুইক ডিলিট ১৫ মিনিট ডেটা হিস্ট্রি’ অপশনটি যোগ করতে চলেছে। শুধু ওয়েব নয়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই একই অপশন চালু হবে।

জানা গেছে, ক্রোমের সার্চ ইঞ্জিনের ওপরে যে তিনটি ডট যুক্ত জায়গা রয়েছে সেখানেই থাকবে ‘কুইক ডিলিট’ অপশনটি। গুগল ক্রোমে incognito mode-এ সার্চ করলে সার্চ হিস্ট্রি থাকে না। তবে অনেক সময়ই ব্যবহারকারীরা এই মোডে সার্চ করার পরিস্থিতিতে থাকেন না। তাঁদের জন্য নতুন ফিচার খুবই কার্যকর হবে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গুগলের এই ফিচারের ধারণা নতুন নয়। ২০২১ সালে গুগল প্রথম এই ফিচার নিয়ে আসার ব্যাপারে জানিয়েছিল। ২০২১ সালের জুলাই মাসে যখন আইওএস ব্যবহারকারীদের জন্য এই বিশেষ ফিচারটি গুগল নিয়ে এসেছিল। ২০২২ সালে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ফিচার আসে। এবার ওয়েব ভার্সনের পালা।

টুইটারকে ‘দেউলিয়া’ হতে দিইনি, কঠিন সময়ে কঠিন লড়াই! নিজের ঢাক নিজেই পেটালেন মাস্ক

You might also like