Latest News

ঘুড়ির ডুডলে ভারতের স্বাধীনতা, অভিনব ভাবনা গুগলের

দ্য ওয়াল ব্যুরো: গুগল (Google) উদযাপন করছে ভারতের ৭৬তম স্বাধীনতা দিবস। কেরালার শিল্পী নিথীর বানানো ডুডল (Kites Doodle) দিয়েই গুগল পালন করছে ভারতের স্বাধীনতা দিবস।

ঘুড়ির সাজে সেজে উঠেছে এই ডুডল।

১৯৪৭ সালের ১৫ অগস্ট ব্রিটিশদের পরাজিত করে স্বাধীনতা অর্জন করে ভারত। এই দিন তাই জাতীয় ছুটির দিন বলে বিবেচিত হয় সারা দেশ জুড়ে। দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের স্মরণ করতেই এই দিনকে ছুটির দিন বলে বিচার করা হয়।

স্বাধীনতা দিবস ২০২২এ গুগলের ডুডলে প্রকাশ পাচ্ছে ভারতের মহামিলন। ভারতের শ্রেষ্ঠত্বেরও প্রমাণ দিচ্ছে এই ডুডল।

শিল্পী নিথী বলেছেন ভারতের পরম ঐতিহ্য ঘুড়ি। সেই ঘুড়ির মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা দিবসকে ফুটিয়ে তুলতে পারা তাঁর কাছে পরম প্রাপ্তি।

জাতীয় পতাকার তিন রঙ ব্যবহার করা হয়েছে রঙ বেরঙের ঘুড়ি বানাতে। ঘুড়ি যেমন আকাশে তার উড়ান ঘোষণা করে, তেমন ভারতও একদিন জগতের সভায় সেরা আসন গ্রহণ করবে বলে বিশ্বাস শিল্পীর।

সারদেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্চ মাস থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশে শুরু হয়েছে আজাদি কা অমৃত মহোৎসব।

লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, একনজরে রইল কর্মসূচী

You might also like