Latest News

ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা! গুগলের ডুডলে ফুটে উঠল ইন্ডিয়া গেট-কুচকাওয়াজ

দ্য ওয়াল ব্যুরো: ৭৪তম প্রজাতন্ত্র দিবসে (Republic Day) ভারতকে (India) ডুডলের (Google Doodle) মাধ্যমে অভিনব শুভেচ্ছা জানাল গুগল। আমদাবাদের শিল্পী পার্থ কোথেকারের বানানো ওই ছবিটিতে ফুটে উঠেছে রাষ্ট্রপতি ভবনের ছবি এবং ইন্ডিয়া গেট। সঙ্গে রয়েছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সিআরপিএফের মার্চ।

হাতে আঁকা হলেও পরে সেই কাগজটিকে খুব নিপুণভাবে কেটে নেওয়া হয়েছে। এধরনের আর্টওয়ার্ক ভীষণই জটিল। তবে দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেই জটিল কাজই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী পার্থ কোথেকার।

এই প্রথম নয়, আগেও একাধিকবার ডুডলের মাধ্যমে বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলতে দেখা গেছে গুগলকে। কখনও ভারতের স্বাধীনতা দিবস, কখনও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, কখনও আবার কোনও নামী ব্যক্তির জন্মদিন, সবসময়েই অভিনবভাবে শুভেচ্ছা জানায় গুগল। আজকেও আর অন্যথা হল না।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লিতে কর্তব্যপথ থেকে ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন। এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে থাকবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এবছরই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্তব্য​​পথে হতে চলেছে। যদিও আগেও এই একই রাস্তায় কুচকাওয়াজ হত, তবে রাস্তাটির নাম পাল্টে যাওয়ায় এটাই প্রথমবার বলা হচ্ছে। আগে এই রাস্তার নাম ছিল রাজপথ।

দলিতদের দু’বেলা খেতে পাওয়াই দুষ্কর এই গ্রামে! প্রজাতন্ত্র দিবসে সামনে এল বৈষম্যের করুণ ছবি

You might also like