Latest News

Gold Smuggling: পাচার হচ্ছিল ১১.৬২ কেজি সোনা, বনগাঁয় ছক ভেস্তে দিল বিএসএফ

দ্য ওয়াল ব্যুরো: একটা-দুটো নয় ৭৪ টি সোনার বিস্কুট ও ৩ টি সোনার বার পাচারের সময় বাজেয়াপ্ত করল বিএসএফ (Gold Smuggling)। বাজেয়াপ্ত সোনার মোট ওজন ১১.৬২ কেজি। যার বাজারমূল্য ৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ১৫২ টাকা! সোমবার দুটি পৃথক ঘটনায় উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে এই বিপুল পরিমান সোনা পাচারের সময় আটক করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।

আরও পড়ুন: কুতুব মিনার প্রাচীন সৌধ, সেখানে পূজার্চনার অনুমতি দেওয়া যাবে না, আদালতে বলল এএসআই

Gold Smuggling

দুটি ঘটনাতেই বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল সোনা (Gold Smuggling)। প্রথম ঘটনায় বাংলাদেশে রপ্তানি পণ্য পৌঁছে দিয়ে ভারতে ফেরত আসা পেট্রাপোল সীমান্তের একটি ট্রাকের ড্রাইভারের আসনের তলা থেকে ৭০ টি সোনার বিস্কুট ও ৩ টি সোনার বার বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ট্রাক চালক রাজ মণ্ডলকে আটক করে বিএস‌এফ। ওই ট্রাকচালকের দাবি সে এই বিষয়ে কিছু জানে না। দশ হাজার টাকার বিনিময়ে তার হাতে একটি প্যাকেট তুলে দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল শুধু।

দ্বিতীয় ঘটনায় জয়ন্তী সীমান্ত চৌকিতে নাকা চেকিংয়ের সময় এক বাইক চালকের সিটের তলা থেকে চারটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে বিএসএফ (Gold Smuggling)। এই ঘটনায় বাইক চালক মারুব মণ্ডলকে আটক করা হয়।

একসঙ্গে সাড়ে এগারো কেজিরও বেশি সোনা পাচারের সময় বাজেয়াপ্তের ঘটনা সম্প্রতিককালে ঘটেনি। স্বাভাবিকভাবেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

You might also like