Latest News

মোবাইলে কুরুচিকর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, বিয়ের প্রস্তাব, গৃহশিক্ষকের নির্যাতনে আত্মঘাতী ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো: বিবাহিত গৃহশিক্ষকের কাছে অপমানিত হতে হতে শেষে চরম পথ বেছে নিল ছাত্রী। মালদায় (Malda) দশম শ্রেণির ছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ওই স্কুলছাত্রীর গৃহশিক্ষকের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। ছাত্রীর পরিবারের অভিযোগ গৃহশিক্ষকের প্ররোচনাতে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে।

এই ঘটনা মালদার হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকার। ছাত্রীটি স্থানীয় স্কুলের দশম শ্রেণির পড়ুয়া। নাম কবিতা রায় (১৬)। তাকে নিজের ঘরেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। এর পরেই ওই গৃহশিক্ষকের দিকে অভিযোগের আঙুল তোলেন মৃত ছাত্রীর পরিবার। ঘটনাকে ঘিরে হইচই শুরু হয় এলাকায়। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

ছাত্রীর পরিবারের দাবি, তাকে বাড়িতে পড়াতে আসতেন এক গৃহশিক্ষক। নাম নন্দন মণ্ডল। তিনি বিবাহিত হলেও দশম শ্রেণির ছাত্রী বিয়ের প্রস্তাব দেন। এমনকি মোবাইলে আপত্তিকর ছবি দেখিয়ে লাগাতার কুপ্রস্তাবও দেওয়া হত ছাত্রীকে। গৃহশিক্ষকের আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হয়েপড়েছিল মেয়েটি। যার জেরে মানসিক চিকিৎসা করাতে হয় তার।

গোটা মাস রান্না হয়নি, তবুও খালি হয়েছে ৯টি সিলিন্ডার! বাঁকুড়ার স্কুলে বিক্ষোভ

সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে উঠেছিল সে। অভিযোগ, তার পরেও কখনও ফোনে, কখনও বাড়িতে এসে দশম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে থাকেন গৃহশিক্ষক। পরিবারের দাবি, গৃহশিক্ষকের আচরণে ফের ট্রমায় চলে যায় মেয়েটি। রবিবার রাতে নিজের ঘরেই ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত গৃহশিক্ষকের বাড়ি ভাঙচুর করেন স্থানীয়রা। সোমবার সকালে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। গ্রেফতার হন গৃহশিক্ষক। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 

You might also like