Latest News

ইনস্টায় পরিচয়, সেক্সচ্যাট, নগ্ন ভিডিও! শেষে কিশোরীকে হোটেলে ডেকে ধর্ষণ ‘বন্ধু’র

দ্য ওয়াল ব্যুরো: ইন্সটাগ্রামে হয়েছিল পরিচয়। সেখান থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এবার সেই ‘ইন্সটা বন্ধু’রই (Instagram Friend) লালসার শিকার হল বছর ষোলোর এক কিশোরী। শহরের এক হোটেলে (hotel) নিয়ে গিয়ে ক্লাস ইলেভেনের ওই ছাত্রীকে ধর্ষণের (rape) অভিযোগ উঠল সেই তরুণের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

ঘটনাটি প্রকাশ্যে আসে ওই তরুণের কীর্তিতেই। জানা গেছে, সম্প্রতি নাবালিকার মায়ের ফোনে সেই তরুণ ধর্ষণের ভিডিওটি পাঠায়। এমনকী সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে।

এরপরই থানায় গিয়ে সেই তরুণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পরে পুলিশের কাছে নাবালিকা জানায়, গতবছর ইন্সটাগ্রামে ওই তরুণের সঙ্গে বন্ধুত্ব হয় তার। এমনকী বেশ কয়েকবার সে নগ্ন হয়ে ভিডিওকলেও কথা বলেন। হঠাৎ একদিন গুরুগ্রামের এক হোটেলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

নাবালিকার মা পরে পুলিশকে জানান, “ওই তরুণ গত সপ্তাহেও দু’বার আমার মেয়েকে হোটেলে ডাকে। ওই নগ্ন ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকিও দিতে থাকে। কিন্তু মেয়ে তাতে রাজি হয়নি। এরপরই মঙ্গলবার সে ভিডিও আর ছবিগুলি পোস্ট করে দেয়। আমাকেও ইনবক্সে সেগুলো পাঠায়। এরপর সব কথা নিজেই খুলে বলে।”

কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজ দ্বিবেদী নামের সেই তরুণের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। এরপরে পুলিশ জানায়, ওই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তার খোঁজে তল্লাশি চালান হচ্ছে।

পরীক্ষা হলে ৫০ জন মেয়ে! জ্বরে কাঁপতে কাঁপতে অজ্ঞানই হয়ে গেল ছাত্র, ভর্তি হাসপাতালে

You might also like