
দ্য ওয়াল ব্যুরো: লাইভস্ট্রিমে এসে আত্মহত্যা করার কথা বলছিলেন যুবক। ফেসবুক (Facebook) লাইভে তখন বহু মানুষ অ্যাকটিভ। সেই খবর পেতেই পদক্ষেপ নেয় ফেসবুক। তাদের সদর দফতর ক্যালিফোর্নিয়া থেকে এ দেশের পুলিশকে ইমেল করে সতর্ক করা হয়। দেখানো হয় যুবকের অ্যাকাউন্ট। সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয় পুলিশ। প্রাণ বাঁচে যুবকের।
এই ঘটনা গাজিয়াবাদের। ওই যুবকের নাম অভয় শুক্লা (২৩)। উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা হলেও, বর্তমানে একা গাজিয়াবাদে থাকতেন। সম্প্রতি তিনি জুয়ায় ৯০ হাজার টাকা খোয়ান। এরপরই চরম আর্থিক সঙ্কটের মধ্যে পড়েন। পরিবারের থেকেও নাকি গালমন্দ করা হয় তাঁকে। শেষে তিনি সিদ্ধান্ত নেন, এই জীবন আর রাখবেন না। ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করার কথা বলেন। যে মুহূর্তে যুবক আত্মহত্যার কথা উল্লেখ করেন, সেই মুহূর্তে অ্যাকটিভ হয়ে যায় ফেসবুকের মেটা ভার্সন।
ফেসবুকের মালিকানাধীন সংস্থা মেটার সদর দফতর ক্যালিফোর্নিয়া থেকে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে ইমেইল মারফত যোগাযোগ করা হয়। এরপরই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে পুলিশ।
In safer hands-On receiving a late night alert from @facebook, about a persons attempt to commit suicide, the social media centre of PHQ, sent his details to @ghaziabadpolice.
— UP POLICE (@Uppolice) February 1, 2023
The local SHO swiftly reached the spot & rescued the youth & counselled him along with family members. pic.twitter.com/DJe3XWA0Sb
রাজ্য জিডিপি অফিসের মিডিয়া সেন্টারে ইমেল আসার পরই পুলিশ ওই যুবকের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। খুব দ্রুত যুবকের অবস্থান জেনে তাঁর বাড়িতে চলে যায় পুলিশ। দরজা ভেঙে ওই যুবককে উদ্ধার করা হয়।
অনুব্রতকে জেলেই থাকতে হবে, জামিনের আবেদন করলেনই না তৃণমূল নেতা
ফেসবুক লাইভে এসে আত্মহত্যার ঘটনা প্রায়ই ঘটছে। গত ডিসেম্বরে গুয়াহাটির এক যুবক প্রেমিকার কাছে প্রত্যাখ্যাত হয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন। লাইভস্ট্রিমে এই ধরনের ঘটনা রুখতে ব্য়বস্থা নিচ্ছে ফেসবুকে। গত বছর মার্চেই আত্নহত্যা রুখতে ফেসবুকের সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের একটি চুক্তি হয়। সেই চুক্তিতে ঠিক হয়, লাইভস্ট্রিমে আত্মহত্যার চেষ্টা বা কোনও অপরাধমূলক ঘটনা দেখলে বা খবর পেলেই ফেসবুক সতর্ক করবে পুলিশকে। সেই চুক্তিই বাঁচিয়ে দিল অভয় শুক্লকে।