Latest News

বয়স্ক মানুষদের সুবিধায় আধুনিক পরিষেবার আশ্রয়

দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক মানুষদের সমস্যা, বর্তমানে সারা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ভারতও ব্যতিক্রম নয়। এক দিকে ভারত যখন বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির স্থান দখল করতে চলেছে সেই সঙ্গেই দেশে পাল্লা দিয়ে বাড়ছে বয়স্ক নাগরিকদের সংখ্যা। তথ্য অনুযায়ী, ২০৫০ সালে দেশের মোট জনসংখ্যার ২০%-ই বয়স্ক মানুষ হবেন।

বয়স্কদের নানা ধরনের শারীরিক সমস্যার সঙ্গে প্রধান হয়ে ওঠে হৃদরোগজনিত এবং বাতজনিত সমস্যা। তবে আসন্ন সময়ে আরও প্রধান হয়ে উঠবে মানসিক রোগ যেমন হতাশা। যার কারন একাকীত্ব, বিচ্ছিন্নতা, নতুন প্রজন্মের সঙ্গে দূরত্ব ইত্যাদি।

রাজ্য সরকার সেই সব বয়স্ক নাগরিকদের কথা মাথায় রেখে রাজারহাটের নিউ টাউনে রাজ্যের প্রথম বৃদ্ধাবাস “স্নেহদিয়া” স্থাপন করছে। সেখানে বয়স্কদের সসন্মানে, সহমর্মিতায় এবং আত্মবিশ্বাসের সঙ্গে থাকার সুযোগ থাকবে আর থাকবে হাতের নাগালের মধ্যেই নানা রকমের পরিষেবা।

দি বেঙ্গল চেম্বার হেলথ কমিটি বিশেষ ভাবে মনে করে যে এক জন বয়স্ক মানুষের ক্ষেত্রে তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত সুন্দর ও সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন ঘরের মধ্যে স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স, অক্সিজেন ও ব্লাড ব্যাঙ্ক-সহ আরও নানা জরুরি পরিষেবার ফোন নম্বর।

এই অবস্থায় সরকারি উদ্যোগ ছাড়াও বেসরকারি সংস্থাগুলিও এই ব্যাপারে যথেষ্ট উল্লেখযোগ্য ভুমিকা নিচ্ছে। “সল্টি গ্রুপ”, বয়স্ক নাগরিকদের জন্য কোলকাতায় “গোল্ডেন মাইল” নামে আরও একটি বৃদ্ধাবাস প্রকল্পের কাজ শুরু করেছে।

এখানে থাকবে আধ্যাত্মিক শান্তি, আবেগ, শারীরিক ও সামাজিক সহযোগিতা যা পরিবেশগত দিক থেকে বয়স্কদের আনুকূল্যে। বয়স্ক নাগরিকদের একটি সচল, স্বাস্থ্যকর, এবং সুখকর জীবন দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য, যাতে তাঁরা একাকীত্বের কষ্ট কাটিয়ে উঠতে পারেন। স্বাধীন ভাবে ও সসন্মানে জীবন কাটাতে পারেন ।

সম্প্রতি দি বেঙ্গল চেম্বার অফ কমার্সের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক স্বাস্থ্য আলোচনা সভা “রয়্যাল এজিং-ইউথ ফর সিনিয়রস ২০১৮”– এই অনুষ্ঠানে বার্ধক্যজনিত সমস্যা ও তার সামাজিক অবস্থান-সহ অন্যান্য সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে প্রকাশিত একটি হ্যান্ডবুক বয়স্কদের জরুরি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। এই বইটির ই-ভার্সনও পাওয়া যাচ্ছে। ফলে নতুন প্রজন্ম খুব সহজেই হাতে পেয়ে যাবে এই বই এবং তাঁরা পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই তাঁদের মা বাবাকে খুব সহজে সাহায্য করতে পারবে।

You might also like