
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা গীতাঞ্জলি শ্রী (Geetanjali Shree)! তাঁর হাত ধরেই প্রথম বার এত বড় সাফল্য এল দেশে। হিন্দিতে লেখা এক উপন্যাসের জন্য এই সম্মানের অর্জন করলেন তিনি। ভারতীয় ভাষায় লেখা কোনও বই এই প্রথম আন্তর্জাতিক বুকার প্রাইজ পেল। বিশ্বের সাহিত্য দরবারে উজ্জ্বল হয়ে উঠল দেশের মুখ।
গীতাঞ্জলির লেখা হিন্দি উপন্যাসের নাম ‘রেত সমাধি’। এই বইয়ের জন্যই বৃহস্পতিবার লন্ডনে তাঁর হাতে তুলে দেওয়া হয় বুকার পুরস্কার। পদকের সঙ্গে ৫০ হাজার পাউন্ড অর্থ পেয়েছেন তিনি। তাঁর বইটির ইংরেজি অনুবাদ করেছেন ডেইজি রকওয়েল, যার নাম ‘টুম্ব অফ স্যান্ড’। তাঁর সঙ্গে পুরস্কার ভাগ করে নিয়েছেন গীতাঞ্জলি।
দিল্লির বাসিন্দা গীতাঞ্জলির লেখা রেত সমাধি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র উত্তর ভারতে ৮০ বছরের এক বৃদ্ধা। কাহিনি বুনন এমনই টানটান, বইটি পড়তে শুরু করলে তা রাখা যায় না। বুকার পুরস্কারের বিচারকরা এমনটাই মনে করেছেন। গীতাঞ্জলি বুকারের মঞ্চে বলেন, ‘এত বড় পুরস্কার পাব, কখনও কল্পনাও করিনি। অভিভূত আমি।’