
অরবিন্দ সুব্রমনিয়ান ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মোদী সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। তাঁর বক্তব্য, ভারতের অর্থনীতিকে যদি গাড়ির সঙ্গে তুলনা করা যায়, তবে বলতে হবে তার স্পিডোমিটার খারাপ হয়ে গিয়েছে। সম্ভবত ভেঙ্গেই গিয়েছে। অবশ্য রাজনৈতিক উদ্দেশ্যে কেউ অর্থনীতির বিকাশ বাড়িয়ে দেখিয়েছে বলে তিনি মনে করেন না।
প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টার বক্তব্য, আমাদের যে তথ্য দেওয়া হয়েছিল, তাতে দেখা যায়, বিশ্ব জুড়ে মন্দার পরে ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বিকশিত হচ্ছে। বাস্তবে আমাদের অর্থনীতি এগোচ্ছে বটে কিন্তু অত দ্রুতগতিতে নয়। দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে যে পদ্ধতিতে জিডিপি বৃদ্ধির হিসাব করা হয়েছিল, তাতে মনে হয়েছিল অর্থনীতির বিকাশ হচ্ছে খুব দ্রুত।
কেন অমন মনে হল?
সুব্রমনিয়ানের মতে, প্রযুক্তির উন্নতি কী হারে হচ্ছে, তা হিসাব করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, তা দিয়ে অর্থনীতির বিকাশের হার বুঝতে চাওয়া হয়েছিল। সেজন্যই মনে হয়েছে, ইউপিএ সরকারের শেষ বছরে আর্থিক বিকাশ হু হু করে বেড়ে গিয়েছে।
সুব্রমনিয়ান বলেছেন, ভুল তথ্যের ওপরে নির্ভর করায় অর্থনীতির ক্ষতি হয়েছে। যদি জানা যেত, দেশের অর্থনীতি মাত্র সাড়ে চার শতাংশ হারে বিকশিত হচ্ছে, তাহলে সংস্কার প্রক্রিয়ায় আরও জোর দেওয়া হত। বিশেষত ব্যাঙ্কিং ও কৃষিতে সংস্কারের প্রক্রিয়া চালানো হত আরও দ্রুত হারে।
অর্থনৈতিক বিকাশের হার কমার ফলেই যথেষ্ট সংখ্যক চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না বলে সুব্রমনিয়ান মনে করেন। তিনি লিখেছেন, সাধারণ মানুষের ধারণা, অর্থনীতির বিকাশ হচ্ছে বটে কিন্তু সেই অনুযায়ী কর্মসংস্থান হচ্ছে না। এই নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ রয়েছে। বাস্তবে জিডিপি বৃদ্ধির হার কমেছে বলেই অর্থনীতির ওপরে ব্যাপক চাপ পড়ছে এবং চাকরির সুযোগও সৃষ্টি হচ্ছে না।