
দ্য ওয়াল ব্যুরো: মধ্যরাতে ভয়াবহ ধসে প্রাণ গেল তিনজনের। গ্যাংটকের ধসে (Gangtok Landslinde) হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি বাড়ি। সেই বাড়িই তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর। জানা গেছে ধসের কারণে প্রাণ গেছে মা ও দুই সন্তানের। সন্তানদের মধ্যে একজনের বয়স ১০ ও অপরজনের মাত্র সাত মাস। ঘটনাটি ঘটেছে গ্যাংটকের রঙ্গে দোকান দারা দেচিলিঙে।
জানা গেছে, সোমবার রাত ১টা নাগাদ হঠাৎই গোটা বাড়ি ভেঙে পড়ে। বাড়িটি বিমল মঙ্গার নামে এক স্থানীয়ের। ঘুমের মধ্যেই ডোমা শেরপা ও বিমলের দুই সন্তানের মৃত্যু (Death) হয়। তবে এখনও খোঁজ মেলেনি তাঁর। উদ্ধারকাজে নেমেছে এসডিআরএফ দল। উদ্ধারের কাজে হাত লাগিয়ে স্থানীয় প্রশাসনও।
খারাপ আবহাওয়ার কারণে বিগত কয়েকদিনের মধ্যেই সিকিমের (Sikkim) নানা প্রান্তে ধসের খবর আসছে। কিছুদিন আগেই রংপো জেলায় বড়সড় ধস দেখা দিয়েছিল। হাওয়া অফিস সূত্রে খবর, এখনই আবহাওয়ার উন্নতির কোন লক্ষণ নেই।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি। ফলে ধসের সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রশাসনও স্থানীয়দের সতর্ক করছে। দফায় দফায় ধসের জেরে এলাকার একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ ঝেঁপে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে, অতি ভারী বর্ষণের সতর্কতা পাহাড়ে