
দ্য ওয়াল ব্যুরো: সোশাল মিডিয়ায় মজার বা আকর্ষণীয় ছবি আপলোড করা বা নীতিকথা শুনিয়ে ইদানীং খুবই জনপ্রিয় হয়ে গিয়েছেন দেশের দুই শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ও হর্ষ গোয়েঙ্কা।
রবিবাসরীয় দুপুরে এমনই এক আকর্ষণীয় ভিডিও টুইট করলেন আনন্দ মাহিদ্রা। বললেন, তাঁর হোয়াটস অ্যাপের ‘ওয়ান্ডার বক্সে’ (তাঁর ইনবক্স) আজ একটি অসামান্য ছবি এসেছে। গুজরাতের আকাশে দেখা গিয়েছে পূর্ণ রামধনু। যাঁকে বলা হয় ব্রহ্ম ধনুষ। শুনেছি একশ থেকে আড়াইশ বছরের মধ্যে নাকি এক বার দেখা যায় আকাশে এ হেন রঙের খেলা।
দেশের পশ্চিমাঞ্চল তথা মহারাষ্ট্র ও গুজরাত এখন অতি বৃষ্টিতে ভেসে যাচ্ছে। প্রবল বর্ষণ হচ্ছে রাজস্থানের একাংশে। গ্রাম শহর জল থই থই অবস্থা। বহু মানুষ জলবন্দী।
Received in my #whatsappwonderbox “Full Rainbow ‘Brahma Dhanush’in Gujarat. Visible once in 100-250 years.” Breathtaking. Had never heard about this. As we struggle with the monsoon deluge, it’s good to remind ourselves what lies ahead just after the rain. Lifts my Sunday spirit pic.twitter.com/ByxII2rHMS
— anand mahindra (@anandmahindra) August 4, 2019
আনন্দ এ দিন ব্রহ্ম ধনুষের ছবি টুইট করে বলেছেন, প্রবল এই বৃষ্টির মধ্যেও ব্রহ্ম ধনুষের ছবি যেন তাঁর রবিবারের মুড ঠিক করে দিয়েছে।
ব্রহ্ম ধনুষের ছবিটি আনন্দ মাহিন্দ্রাকে পাঠিয়েছেন তাঁরই এক সহকর্মী বিজয় কালরা। গুজরাতের জাহিরাবাদে মাহিন্দ্রার একটি গাড়ি কারখানা রয়েছে। সেই অটো প্ল্যান্টের উপরেও বৃষ্টি ধোয়া আকাশে এ দিন রামধনু উঠেছিল। সেই ছবিও এ দিন টুইট করেছেন আনন্দ মাহিন্দ্রা।
এ বছরের ২৮ জুন ব্রাজিলেও ব্রহ্ম ধনুষ দেখা গিয়েছিল বলে অনেকে দাবি করেছেন।