Latest News

Fuel Price: কলকাতায় পেট্রোলের দামে সব রেকর্ড চুরমার, ১১০ টাকা ছাড়াল জ্বালানি

দ্য ওয়াল ব্যুরো: ফের পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel) দাম বাড়ল (fuel price)। গত ৯ দিনে ৮ বার বাড়ল এই দাম। জ্বালানির এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি কবে থামবে এখন সেই দিন গুনছেন আমজনতা। কলকাতায় সমস্ত রেকর্ড ভেঙে গেছে পেট্রোলের দামে। মূল্যবৃদ্ধি বুধবার ১১০ টাকা ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন: প্রতিশ্রুতি দেওয়ার পরেও তৈরি হয়নি রাস্তা! পঞ্চায়েত অফিসে বিক্ষোভ আদিবাসীদের

শহরে এই প্রথম পেট্রোলের দাম পৌঁছেছে ১১০.৫২ টাকায়। এর আগে কলকাতায় পেট্রোলের এত দাম কখনও হয়নি। মঙ্গলবারের চেয়ে দাম বেড়েছে ৮৪ পয়সা। এছাড়া ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৫.৪২ টাকা।

এদিন পেট্রোল ডিজেলের দাম ফের প্রায় ১ টাকা বেড়েছে। ৮০ পয়সা বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ১০১.০১ টাকা এবং ডিজেলের দাম হয়েছে ৯২.২৭ টাকা প্রতি লিটার।

গতকালই মূল্যবৃদ্ধির ঠেলায় রাজধানীতে সেঞ্চুরি করেছিল পেট্রোল। জ্বালানির দাম যে হারে রোজ বাড়ছে তাতে ডিজেলের সেঞ্চুরিতেও আর খুব বেশি দেরি নেই।

দেশের অন্যান্য শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম আরও বেশি। মুম্বইতে পেট্রোল এখন বিকোচ্ছে ১১৫.৮৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ১০০.১০ টাকা প্রতি লিটার।

এক একটি রাজ্যে জ্বালানি তেলের দাম এক এক রকম। স্থানীয় করের উপর ভিত্তি করে এই দামের তারতম্য ঘটে। গত কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের দাম সবমিলিয়ে বাড়ল প্রায় ৫.৬০ টাকা। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্যবৃদ্ধি। কিন্তু তাতে কার্যত নাভিশ্বাস উঠছে দেশের সাধারণ মানুষের। কিছুদিন আগে রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে গেছে। 

You might also like