
দ্য ওয়াল ব্যুরো: পেট্রোল ডিজেলের দাম বুধবার ফের বাড়ল (Fuel Price Hike)। এই নিয়ে ১৬ দিনে ১৪ বার বাড়ল জ্বালানির দাম (Petrol)। রাজ্যের একাধিক জেলায় ডিজেলের (Diesel) দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। পেট্রোলের দামে সব রেকর্ড ভেঙে গেছে কলকাতায়।
কলকাতায় এক লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। বুধবার ৮৪ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। এছাড়া ডিজেলের দাম নতুন করে বেড়েছে ৮১ পয়সা। কলকাতায় এখন ডিজেল বিকোচ্ছে ৯৯ টাকা ৮৩ পয়সা প্রতি লিটার দরে।
আরও পড়ুন: মহেশতলায় বধূকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ! বালতিতে থুতু ছেটানো নিয়ে বচসা
গত কয়েকদিন ধরে লাগাতার পেট্রোলের দাম বাড়ছে। ১৬ দিনের মধ্যে ১৪ বার বেড়েছে এই দাম। দু’দিন শুধু মূল্যবৃদ্ধি স্থগিত ছিল। এই নিয়ে গত ১৬ দিনে পেট্রোলের দাম বাড়ল মোট ১০ টাকা ৪৫ পয়সা। এছাড়া ডিজেলের দাম মোট বেড়েছে ১০টাকা ৪ পয়সা।
একদিনে ইউরোপের যুদ্ধ, অন্যদিকে ভারতে পাঁচ রাজ্যের ভোটও মিটে গেছে। তাই এবার চড়চড় করে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করায় বহুমূল্য হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারও। কপালে হাত পড়েছে আমজনতার। কিছুদিন আগে রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম এখন প্রায় হাজার টাকার কাছাকাছি দাঁড়িয়েছে।