Latest News

মিমি গ্যাসের দাম দেখে অজ্ঞান! রক্ত বিক্রি করার কথা বলে ঠুকলেন কেন্দ্রকে

দ্য ওয়াল ব্যুরো: ‘কেয়া হুঁয়া তেরা ওয়াদা…’

কবি আগেই বলেছেন কথা দিয়ে কেউ কথা রাখে না, আর এবার কথা না রাখার কাঠগড়াতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার। যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাই নিয়ে সকলেরই কপালে ভাঁজ, বাদ যাচ্ছেন না সেলেবরাও।

আজকের দিনে দাঁড়িয়ে মিমি পাক্কা খেলোয়াড় বলেই মনে করছেন নেটিজেনরা। অভিনয় থেকে রাজনীতি কোথাও একচুলও জমি ছাড়েন না প্রতিপক্ষকে। মাঠে নেমে দাপিয়ে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। বিজেপিকে কোণঠাসা করার একটা সুযোগ তিনি হাতছাড়া করছেন না।

সম্প্রতি এলপিজি গ্যাসের দাম বেড়ে যেতে সাধারণ মানুষের হেঁশেলে কোপ পড়েছে। নাজেহাল অবস্থা জনসাধারণের। এবার সেই নিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কটাক্ষ করলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ট্যুইটারে কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর’ স্লোগানকে কটাক্ষ করে লেখেন, “আজ সকালে আমার বাড়িতে রান্নার গ্যাস এসেছে। আমি (দাম দেখে) মাথা ঘুরে পড়ে গেছি। প্রতিশ্রুতির কী হল? রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে?”

পেট্রোলের স্কোর সেঞ্চুরিতে গিয়ে ঠেকেছে। ডিজেলও পাল্লা দিয়ে ব্যাটিং করছে, আশি পেরিয়ে গেছে রান। আর রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তা দেখে মাধ্যবিত্তর আশঙ্কা, অদূর ভবিষ্যতে কি সিলিন্ডারের দাম হাজার ছুঁয়ে ফেলবে? কারণ, পাঁচদিনের মাথায় সোমবার আবারও বাড়ল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম।

২৫ টাকা বেড়ে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ৮৪৫ টাকা ৫০ পয়সা। এনিয়ে ৪ ফেব্রুয়ারি থেকে একমাসের মধ্যে চার-চারবার বাড়ল রান্নার গ্যাসের দাম। অর্থাৎ, একমাসে ১২৫ টাকা বাড়ল দাম। আর গত তিনমাসের হিসেব ধরলে এলপিজি-র দাম বেড়েছে ২২৫ টাকা। গ্যাস সিলিন্ডার প্রত্যেকটি বাড়িতে প্রয়োজন। সেই সিলিন্ডারের লাগাতার দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় বাজ পড়েছে।

শুধু ভর্তুকিযুক্তই নয়, বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দামও। ৯৭ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম ১,৬৮১ টাকা ৫০ পয়সা।

এদিকে শুধু মিমি নন, সায়নী ঘোষকেও দেখা যায় গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হতে। সায়নী নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ মজা করেই গ্যাসের দাম নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান যে এবার থেকে শুধু স্যালাড খেয়েই থাকবেন, কারণ যে হারে গ্যাসের দাম বাড়ছে তাতে রান্না করে আর খাওয়া যাবে না!

You might also like