Latest News

ঘড়ি, মানিব্যাগ হারিয়েছে! রাগে দুঃখে ১৬টি বাইকে আগুন ধরিয়ে দিলেন প্রৌঢ়

দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় আগের দিন ঘড়ি এবং মানিব্যাগ হারিয়ে গিয়েছিল। পরের দিন সেখানে এসে সেইসব খোঁজাখুঁজি করছিলেন ৫১ বছরের প্রৌঢ়। কিন্তু কোনওটাই খুঁজে না পেয়ে রাগে, দুঃখে রাস্তায় পার্ক করে রাখা একটি বাইকে আগুন ধরিয়ে দিলেন তিনি (man sets fire to vehicle)! সেই আগুন লেগে পাশাপাশি পার্ক করা আরও অন্তত ১৬টি বাইক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

৫১ বছর বয়সি ওই ব্যক্তির নাম এস রামচন্দ্রন। ঘটনাটি ঘটেছে গত বুধবার চেন্নাইয়ের (Chennai) মাদুরাভয়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভিজিপি আমুধা নগর এলাকার পিল্লিয়ার কয়েল স্ট্রিটের বাসিন্দা এক ব্যক্তি বাড়ির বাইরে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে ঘর থেকে বেরিয়ে আসেন। দেখেন, ওই একই এলাকার বাসিন্দা রামচন্দ্রন গোলমাল বাঁধিয়েছেন।

রামচন্দ্রনকে জিজ্ঞাসা করতে তিনি জানান, আগের দিন ওই একই জায়গায় মানিব্যাগ এবং ঘড়ি হারিয়েছেন তিনি। ওই ব্যক্তিকে রামচন্দ্র জিজ্ঞেস করেন তিনি সেগুলো দেখেছেন কিনা। দেখেননি, জানিয়ে ফের ঘরে ঢুকে যান ওই ব্যক্তি।

কিছুক্ষণ বাদেই ওই ব্যক্তি লক্ষ্য করেন, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে তাঁর বাড়ির চারপাশ। দৌড়ে রাস্তায় বেরিয়ে আসতেই দেখতে পান, তাঁর মায়ের স্কুটি সহ রাস্তায় পার্ক করে রাখা একাধিক বাইক এবং স্কুটি দাউদাউ করে জ্বলছে।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলকে। পুলিশ এসে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, পুরোটাই রামচন্দ্রনের কীর্তি। জেরার মুখে রামচন্দ্রন নিজেও স্বীকার করেন সব কথা। পুলিশকে তিনি জানান, আগের দিন ওই এলাকায় ঘড়ি এবং মানিব্যাগ হারানোর পর বুধবার ফের সেখানে এসে সেগুলি খোঁজাখুঁজি করছিলেন তিনি। প্রতিবেশীদেরও জিজ্ঞেস করেন কেউ সেগুলি দেখেছেন কিনা।

কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরেও যখন সেগুলি পাওয়া যায়নি, তখন রাগে, দুঃখে, বিরক্তিতে পেট্রোল ঢেলে রাস্তায় দাঁড়ানো একটি বাইকে আগুন ধরিয়ে দেন তিনি। সেই আগুন পাশাপাশি দাঁড়ানো অন্যান্য বেশ কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, অন্তত ১৬টি বাইক আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। রামচন্দ্রনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।

চা-পাতা তোলার সময় মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ!জলপাইগুড়িতে হইচই

You might also like