Latest News

শক্তি বাড়ছে বায়ুসেনার, শত্রুর ঘুম উড়িয়ে ফ্রান্স থেকে উড়ে আসছে আরও ৩ রাফাল বিমান

দ্য ওয়াল ব্যুরো: ৩৬ এর মধ্যে ১৪। আসছে আরও ৩। সুদূর ফ্রান্স থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাফালের নতুন ৩টি যুদ্ধবিমান। খুব শিগগিরই ভারতের মাটি ছোঁবে তারা।

আকাশপথে একবারে না থেমে ৮ হাজার কিলোমিটার পাড়ি দেয় রাফাল বিমান। ফ্রান্স থেকে মোট ৩৬টি বিমান ভারতে আসার কথা রয়েছে। গত বছরের ২৯ জুলাই প্রথম ৫টি বিমান এসে পৌঁছেছিল। তারপর থেকে দফায় দফায় এসেছে আরও ৯টি। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার কাছে রয়েছে মোট ১৪টি রাফাল।

এদিন ফ্রান্সে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, “পরবর্তী দফার আরও ৩টি রাফাল যুদ্ধবিমান ভারতের উদ্দেশ্যে আজ রওনা দিয়েছে। পাইলটদের যাত্রা নির্ঝঞ্ঝাট ও শুভ হোক।”

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ৩৬টি রাফাল বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি হয়েছিল ভারতের। এর জন্য ৫৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবকটি রাফাল বিমান এসে পৌঁছলে ভারতীয় বায়ুসেনা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বিমানগুলি যুদ্ধের ক্ষেত্রে বিশেষ কার্যকর। ভারতের সঙ্গে চিন এবং পাকিস্তানের সীমান্ত দ্বন্দ্বের সময় রাফাল বিমানের উপস্থিতি তাৎপর্যপূর্ণ হবে বলেই মত বিশেষজ্ঞদের।

You might also like