Latest News

ফ্রি বুস্টার ডোজের ফার্স্ট শো হিট!‌ চমকে দিল কলকাতা

দ্য ওয়াল ব্যুরো:‌ প্রথমদিন কলকাতায় বুস্টার ডোজ (Free Covid booster dose) নিলেন ৯ হাজার ৪৭৪ জন মানুষ। বিকেল ৫টা ১৫ পর্যন্ত কোভিশিল্ড নিয়েছেন ৮৭২২ জন। কোভ্যাক্সিন দেওয়া হয়েছে ৭৫২ জনকে। আজ থেকে কলকাতায় ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ৭৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ৮টি মেগা সেন্টার ও ১৭টি নতুন কেন্দ্র সহ মোট ১১৬টি সেন্টার থেকে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ।

আগামী ৭৫ দিনের জন্য বিনামূল্যে বুস্টার ডোজ (Free Covid booster dose) দেওয়ার কাজ চলবে। করোনা সংক্রমণের হার শহর কলকাতায় কিছুটা বেড়েছে। তবে অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও পুরসভার স্বাস্থ্যবিভাগ।

দেশজুড়ে করোনার চতুর্থ ঢেউ শুরুর ইঙ্গিত মিলতেই ভ্যাকসিনের দু’টো ডোজের পর প্রাপ্তবয়স্কদের একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছিল কেন্দ্র৷ মাঝে দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই কমে যাওয়ায় বুস্টার ডোজ নিতে প্রাপ্তবয়স্করা উৎসাহ হারিয়ে ফেলে ৷ কিন্তু সবাইকেই বুস্টার ডোজ নেওয়ার কথা বলছেন স্বাস্থ্য দফতর।

কলকাতা পুরসভার স্বাস্থ্যবিভাগের তরফ থেকে আগেই জানানো হয়েছে, বুস্টার ডোজ হিসাবে কোভিশিল্ড টিকা দেওয়া হবে পুরসভার ৯২টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং ৬ টি মেগা সেন্টার থেকে। পাশাপাশি কোভ্যাকসিন বুস্টার ডোজ দেওয়া হবে ৩৪ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ১ টি মেগা সেন্টার থেকে।

দিনেদুপুরে কলকাতায় লোকসঙ্গীত শিল্পীকে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

You might also like