
অভিযোগ, ইডি অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে। বলে, ইডির বিভিন্ন মামলায় শান্তনুর নাম রয়েছে। সে তাঁকে ওই মামলাগুলির সুরাহা করতে সাহায্য করবে। এর বিনিময়ে মোটা টাকা দাবি করে সে। বিষয়টি লালবাজারে জানান শান্তনু।
আজ, শুক্রবার পুলিশের পাতা ফাঁদে পা দেয় ওই জালিয়াত। ডেকে পাঠানো হয় ধর্মতলায়। সেখানেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা গেছে, শান্তনু মিত্র বলে পরিচয় দিয়ে সে ফোন করেছিল।পুলিশ ওই ফোনের সূত্র ধরেই গ্রেফতার করে অভিযুক্ত চন্দন রায়কে। ধৃতের বাড়ি দমদমের গোরক্ষবাসি লেনে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যক্তি আরও অনেককে এভাবেই প্রতারনা করেছে বলেও অভিযোগ। সবই খতিয়ে দেখা হচ্ছে। নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কী না তাও দেখা হচ্ছে।