Latest News

তুরস্কে ফের ভূমিকম্প! দুর্যোগের মেঘ কাটছেই না, মৃত্যুমিছিল ছুঁতে চলল ৫ হাজার

দ্য ওয়াল ব্যুরো: তুরস্কে ভূমিকম্প (Turkey Earthquake) যেন থামার নামই নিচ্ছে না। সোমবার ভোর থেকে একের পর এক ভূমিকম্প (Earthquake) আছড়ে পড়ছে এই ছোট্ট দেশের ওপর। মঙ্গলবার ফের একবার কেঁপে উঠল তুরস্কের (Turkey) বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৬। এবারও কম্পন অনুভূত হল সেই মধ্য তুরস্কে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালে মধ্য তুরস্কের বিস্তীর্ণ এলাকায় আবারও কম্পন অনুভূত হয়। এই নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে চারবার তুরস্ক কেঁপে ওঠে ভূমিকম্পে। সোমবার ভোরে যে কম্পন দেখা গিয়েছিল তার রেশ ছড়িয়ে পড়েছিল পড়শি দেশ সিরিয়াতেও।

তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্কের একটা বড় অংশ। সেই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এখনও পর্যন্ত দুই দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৮৪ বছর পরে ভয়াল ভূমিকম্পের গ্রাসে ধ্বংসস্তূপ তুরস্ক-সিরিয়া, মৃত্যু চার হাজার ছাড়িয়ে গেছে

তুরস্কের আকাশে বাতাসে এখন শুধুই কান্নার আওয়াজ। প্রিয়জনকে হারানো কান্নায় বাতাস যেন ভারী হয়ে আছে। সেই সঙ্গে সর্বস্ব খুইয়ে পথে এসে বসেছে অসংখ্য মানুষ। কেউ কেউ আবার প্রিয়জনের দেহ খুঁজে বেড়াচ্ছেন ধ্বংসস্তূপের তলায়।

এদিকে, তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত, আমেরিকা, ইজরায়েল, ইউক্রেনের মতো দেশগুলি। ইতিমধ্যেই ভারত থেকে ত্রাণ ও ওষুধ সামগ্রী নিয়ে তুরস্কের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।

ভূমিকম্পে মাটি ফেটে চৌচির, দু’টুকরো হয়েছে রানওয়ে, তুরস্কের বিমানবন্দরে ভয়াবহ দৃশ্য

You might also like