Latest News

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুম্বইয়ের এক বহুতল, চোখের সামনেই ধূলিসাৎ! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দুপুরেই চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত একটা চারতলা বাড়ি। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের (Mumbai House Collapsed) বোরিভালির সাইবাবা নগর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছন দমকল ও উদ্ধার কর্মীরা। যদিও এখনও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

জানা গেছে, বহুতলটি বেশ পুরনো ছিল। কোনও বাসিন্দাই থাকতেন না এই বিল্ডিংয়ে। জরাজীর্ণ অবস্থা হওয়ার কারণে বাড়িটি আগেই খালি করে দেয় পুরসভা। এদিন দুপুরে সেই বাড়ি ভেঙে পড়ার বীভৎস ছবি সামনে এসেছে।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) তরফে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় আটটি দমকলের ইঞ্জিন, দুটি রেসকিউ ভ্যান ও অ্যাম্বুলেন্স।

বন্ধুদের দিয়ে নাবালিকাকে গণধর্ষণ করাল যুবতী! নারকীয় ঘটনা মুম্বইয়ে

You might also like