Latest News

উত্তরপ্রদেশে প্রথম দফা ভোটের দিনই জামিন পেলেন মন্ত্রী অজয় মিশ্রের ছেলে

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ৫৮ টি বিধানসভা আসনে ভোট হচ্ছে। এদিনই জামিন পেলেন লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) কৃষক হত্যায় অন্যতম অভিযুক্ত তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে আশিস মিশ্র। গত ৩ অক্টোবর লখিমপুর-খেরিতে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের যাওয়ার কথা ছিল। তাঁর সফরের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। এমন সময় একটি গাড়ির কনভয় কৃষক সমাবেশের মধ্যে ঢুকে পড়ে। চার কৃষক ও এক সাংবাদিক ঘটনাস্থলে নিহত হন। ওই কনভয়েই ছিল আশিস মিশ্রের গাড়ি। উত্তেজিত কৃষকদের হাতে খুন হন দুই বিজেপি কর্মী।

ওই ঘটনার পরে অজয় কুমার মিশ্র বলেন, তাঁর ছেলের গাড়ি ওই কনভয়ে ছিল ঠিকই কিন্তু আশিস সেই গাড়িতে ছিলেন না। কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম জানায়, পরিকল্পিতভাবেই কনভয় নিয়ে কৃষক সমাবেশে হামলা করা হয়েছিল। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে আশিস মিশ্রের নাম করা হয়। পুলিশ তাঁকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করে। এরপরে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি কেন? তখন আশিস মিশ্র গ্রেফতার হন।

You might also like