
দ্য ওয়াল ব্যুরো: গত বছর এপ্রিল মাসে ত্রিপুরায় তাঁকে দলের রাজ্য সভাপতি করেছিল তৃণমূল। অগস্ট মাসে আবার সরিয়েও দিয়েছিল। এ হেন সুবল ভৌমিক (Subal Bhowmick) ত্রিপুরার নির্বাচনের দিন ২০ আগে আজ শুক্রবার যোগ দিলেন বিজেপিতে (BJP)। দিল্লিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।

শুধু সুবল নয়। ত্রিপুরার (Tripura) কৈলাশহরের সিপিএম বিধায়ক (CPM MLA) মবস্বর আলিও যোগ দিলেন গেরুয়া শিবিরে। গতবার জিতলেও এবার মবস্বরকে প্রার্থী করতে পারেনি সিপিএম। আসন সমঝোতার কারণে ওই আসন ছাড়তে হয়েছে কংগ্রেসকে। তারপরেই বাম্থেকে দুম করে রাম হয়ে গেলেন এই সংখ্যালঘু নেতা।
সুবল এককালে কংগ্রেস করতেন। কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ত্রিপুরা গ্রামীণ কংগ্রেস বলে একটি দল খুলেছিলেন। কিন্তু অচিরেই তার ঝাঁপ বন্ধ হয়ে যায়। তারপর তিনি যান বিজেপিতে। সেখানেও টিকতে পারেননি এই নেতা। শেষমেশ যোগ দেন তৃণমূলে। অর্থাৎ সিপিএম বাদ দিয়ে প্রায় সব দলই করে ফেলেছেন সুবল।

২০২১ সালের পর থেকে ত্রিপুরায় তৃণমূল নতুন করে দৌত্য শুরু করেছে। সেখানে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সুবল ছিলেন ত্রিপুরা তৃণমূলের প্রথম সারির মুখ। কিন্তু তৃণমূলও বোঝে দুর্বল সুবলকে দিয়ে কিছু হবে না। তারমধ্যেই তাঁর পা হড়কানোর প্রবণতা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিন সেই সুবল ফের যোগ দিলেন পদ্ম শিবিরে।