Latest News

পিছন থেকে গুলি চালানো হয়েছিল, মৃত্যু হল মুর্শিদাবাদের প্রাক্তন তৃণমূল গ্রাম প্রধানের

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে হাসপাতালে মুর্শিদাবাদের মৃত্যু হল প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূল নেতা আলতাফ আলির (Altaf Ali)। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে লক্ষ্য করে করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না (TMC gram panchayat pradhan shot dead)।

আলতাফ আলি মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানার ১ নম্বর ব্লকের লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। এলাকায় তৃণমূল নেতা হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে তাঁর। মঙ্গলবার সন্ধেবেলা লালবাগ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে প্রাথমিকভাবে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আলতাফ আলিকে।

কিন্তু তারপরেও তাঁকে বাঁচানো গেল না। বুধবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

রাজনৈতিক শত্রুতার কারণেই তাঁর উপর এই হামলা চালানো হয় বলে অনুমান করা হচ্ছে। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত রয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে এখনও কিছু জানা যায়নি। মঙ্গলবারই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল পুলিশ। বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে।

‘দিদির দূত’ কি আসলে ছাঁকনি? পঞ্চায়েতের টিকিট ওজন হবে গণক্ষোভের দাঁড়িপাল্লায়

You might also like