Latest News

প্রয়াত পারভেজ মোশারফ! ৭৯ বছর বয়সে মৃত্যু দুবাইয়ের হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (Pervez Musharraf)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে আমেরিকান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ (died) করেছেন তিনি।

দুবাই থেকে তাঁর মরদেহ পাকিস্তানে আনা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। গত বছর থেকেই মোশারফের পরিবার তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করছিলেন। তবে তা সম্ভব হয়নি। আর এবার একেবারেই বিদায় নিলেন তিনি।

ওল্ড দিল্লিতে ১৯৪৩ সালে জন্মেছিলেন পারভেজ মোশারফ। প্রথম কয়েক বছর এদেশেই বেড়ে ওঠা, পড়াশোনা তাঁর। এর পরে ১৯৪৭ সালে দেশভাগের সময়ে পরিবারের সঙ্গে পাকিস্তান চলে যান তিনি।

২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন পারভেজ মোশারফ। ২০০৭ সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে ইস্তফা দেন তিনি। ২০১৪ সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয়। ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসার জন্য দুবাই চলে যান তিনি। ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসির আদেশ দেয় পাকিস্তানের বিশেষ আদালত। 

তবে সেই ২০১৬ সালে দুবাইয়ে যাওয়ার পর থেকে তিনি আর ফেরেননি দেশে। তার কয়েক মাস পরেই বিশেষ আদালত তাঁকে ধারাবাহিক অপরাধী ঘোষণা করে। বারবার আদালতে হাজির না হওয়ায় পাকিস্তানে থাকা মোশারফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। পরে আদালতের নির্দেশে বাতিল হয় তাঁর পাসপোর্ট এবং সমস্ত পরিচয়পত্রও।

গুলি করে চিনের বেলুন ফাটিয়েছে আমেরিকা, রেগে লাল বেজিং

You might also like