
দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন দেশের বিশিষ্ট আইনবিদ তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি। ১৯৮৯-৯০ সালে তিনি দেশের প্রথম অ্যাটর্নি জেনারেল হন। গত কয়েক দিন ধরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন তিনি। বয়স হয়েছিল ৯১ বছর।
দেশের এই মহান আইনবিদের প্রয়াণে শোকস্তব্ধ ভারত।
১৯৩০ সালে বম্বেতে জন্ম হয় সোলি সোরাবজির। কলেজে আইনের পড়াশোনা করার সময়েই স্বর্ণ পদক পেয়েছিলেন নিজের প্রতিভা ও দক্ষতায়। এর পরে ১৯৭১ সালে বম্বে হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হন তিনি। এর পর রাজধানী দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়ে তাঁর খ্যাতি।
শেষমেশ ১৯৭৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ আইন অফিসার সলিসিটার জেনারেল হন তিনি। ১৯৮০ পর্যন্ত কাজ করেছেন এই আশনে। এরপরে দেশের সর্বোচ্চ আইন অফিসার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও সামলেছেন। তাও একবার নয়, দু’বার। প্রথমবার ১৯৮৯-৯০, পরে ১৯৯৮ থেকে ২০০৪ অবধি।
২০০২ সালে পদ্মবিভূষণও পান তিনি, মানবাধিকার রক্ষা ও বাকস্বাধীনতা রক্ষার কাজে তাঁর ভূমিকার জন্য। শিখ বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা যাতে বিচার পান, তার পুরোভাগে ছিলেন সোরাবজি।
ভারতে যে সব আইনজীবীদের মানুষ একডাকে চেনেন, তাদের মধ্যে সবচেয়ে আগে আসবে প্রাক্তন অ্যাটর্নি জেনারেলের নাম। কোভিডের ছোবল কেড়ে নিল তাঁকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন।