Latest News

বন্ধন ব্যাঙ্কের নয়া ঘোষণা: স্থায়ী আমানতে বাড়ল সুদের হার, এই নিয়ে ৩ মাসে ২ বার

দ্য ওয়াল ব্যুরো: বন্ধন ব্যাঙ্ক সুখবর শোনাল তাদের গ্রাহকদের জন্য। সোমবার ব্যাঙ্কের তরফ থেকে জানাল হল, স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের (Fixed Diposite) উপর দেওয়া সুদের হার (Interest Rate) বাড়ানো হচ্ছে। তিন মাসের মধ্যে এই নিয়ে দু’বার গ্রাহকদের স্থায়ী আমানতের ওপর সুদের হার বাড়াল বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)।

বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে পরিষেবা বিষয়ে প্রথম সারিতেই থাকে বন্ধন ব্যাঙ্ক। এদিন তারা জানিয়েছে, স্থায়ী আমানতের উপর উচ্চ সুদের হার ৫০ বেসিস পয়েন্ট (BPS) বৃদ্ধি করল। এই সুদের হার ২ কোটি স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আজ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি থেকেই নতুন হারে সুদ পাবেন আমানতকারীরা।

তবে এই সুদের হার সীমিত সময়ের জন্য কার্যকর হবে। ৬০০ দিনের মেয়াদকালের আমানতের ক্ষেত্রে থাকছে বিশেষ অফার। এছাড়াও ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতের ওপর ৮.৫ শতাংশ হারে সুদের কথা ঘোষণা করেছে। অন্যান্যদের ক্ষেত্রে সেই হার ৮ শতাংশ।

শুধু তাই নয়, বন্ধন ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য অনলাইনে এফডি বুকিং বা বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুবিধা আনছে। রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা এমবন্ধন (mBandhan) মোবাইল অ্যাপের মাধ্যমে এবার থেকে ঘরে বসে গ্রাহকরা এফডি বুকিং বা বিনিয়োগের সুবিধা পাবেন।

নতুন মাইলফলক ছুঁল বন্ধন ব্যাঙ্ক! চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যবসা ছাড়াল ২ লক্ষ কোটি

You might also like